শিল্প- সংস্কৃতি

অস্কারে যাচ্ছে তৌকির আহমেদের ‘অজ্ঞাতনামা’

নরসুন্দা ডটকম   সেপ্টেম্বর ২৬, ২০১৬
অস্কারের ৮৯ তম আসরের জন্য মনোনীত হয়েছে তৌকির আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’।
চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম    । বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম    সোসাইটিজের উদ্যোগে এ বছর বাছাইকৃত ৪টি চলচ্চিত্রের মধ্য থেকে এ ছবিটি নির্বাচন করেছে অস্কার বাংলাদেশ কমিটি। আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি বসছে অস্কারের ৮৯তম আসর।
এ বছর বাছাই প্রক্রিয়ায় ইমপ্রেস টেলিফিল্ম    প্রযোজিত ৩টি এবং খনা টকিজ প্রযোজিত ১টি চলচ্চিত্র অংশগ্রহণ করে। চলচ্চিত্রগুলি হচ্ছে- মেহের আফরোজ শাওন পরিচালিত কৃষ্ণপক্ষ, সুমন ধর পরিচালিত দর্পণ বিসর্জন, তৌকীর আহমেদ পরিচালিত অজ্ঞাতনামা এবং রুবায়েত হোসাইন পরিচালিত আন্ডারকনস্ট্রাকশন।

এবার অস্কার কমিটিতে চলচ্চিত্র বাছাই কমিটির হাবিবুর রহমান ছাড়াও ছিলেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম    সোসাইটিজের সভাপতি অধ্যাপক আবদুস সালাম, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি দেলোয়ার জাহান ঝন্টু, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি সাঈফুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শাকিব খান, চলচ্চিত্র সিনেমাটোগ্রাফি সমিতির সভাপতি রেজা লতিফ, এডিটরস গিল্ডের সভাপতি আবু মুসা দেবু, চলচ্চিত্রকার শামীম আখতার, অভিনেত্রী আরিফা জামান মৌসুমী।

সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান বলেন, “কারিগরি দিক থেকে এখনও আমাদের চলচ্চিত্র অনেক পিছিয়ে আছে। আমরা আশা করছি, একদিন আমাদের চলচ্চিত্রগুলো অস্কারের মূল বিভাগে লড়াই করবে।”

About the author

নরসুন্দা ডটকম