দেশ-বিদেশ

বিপদে পড়া মানুষকে উদ্ধার করবে ড্রোন

নরসুন্দা ডটকম   জানুয়ারি ৪, ২০১৭

নরসুন্দা ডটকম ডেস্ক:

ধরা যাক কোথাও একটি সন্ত্রাসবাদী হামলার মুখে পড়েছেন কেউ। অথবা কোন প্রাকৃতিক দুর্যোগে দূর্গম এলাকায় কেউ আটকে পড়েছেন। এরকম অবস্থায় তার কাছে উড়ে এলো একটি ড্রোন। দূর্গত মানুষটিকে নিয়ে আকাশে উড়লো ড্রোনটি। দূর নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় যানটি বিপন্ন মানুষটিকে পৌঁছে দিল নিরাপদ জায়গায়।

শুনতে বৈজ্ঞানিক কল্প কাহিনি মনে হচ্ছে। কিন্তু ইসরায়েলি একটি কোম্পানি এরকম একটি ড্রোন তৈরি করে গত নভ্ম্বেরে এর সফল পরীক্ষা শেষ করেছে। তাদের আশা, ২০২০ সাল নাগাদ এটি ব্যবহারের জন্য বাজারে ছাড়া যাবে।

গত পনের বছর ধরে করমোরন্ট নামের এই ড্রোনটি তৈরির জন্য অর্থ ঢালছে এক ইসরায়েলি কোম্পানি। প্রায় এক কোটি চল্লিশ লাখ ডলার খরচ করে যে ড্রোনটি তারা তৈরি করেছে সেটি পাঁচশো কেজি পর্যন্ত মাল বহন করতে পারবে। এটি ঘন্টায় একশো পনের মাইল পথ পাড়ি দিতে পারবে। সূত্র: বিবিসি বাংলা।

About the author

নরসুন্দা ডটকম

Leave a Comment