খেলাধুলা

১০১ বছর বয়সে ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতলেন এক নারী

নরসুন্দা ডটকম   এপ্রিল ২৪, ২০১৭

।। নরসুন্দা ডটকম ।।

১০১ বছর বয়সে ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। ওয়ার্ল্ড মাস্টারস গেম-এর আয়োজন করা হয়েছিল নিউজিল্যান্ডের অকল্যান্ডে। সেখানে যোগ দিয়েছিলেন চণ্ডীগড়ের বাসিন্দা ১০১ বছরের বৃদ্ধা মান কউর।

১০১ বছরের বৃদ্ধা মান কউর

দৌড় যখন শুরু হয়, সবাইকে তাক লাগিয়ে ১ মিনিট ১৪ সেকেন্ডে ফিনিশিং লাইনে পৌঁছে যান কউর।

ওয়ার্ল্ড মাস্টার্স গেমসের ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হয়েছে ১০১ বছর বয়সী এক ভারতীয় মহিলা অ্যাথলিট মান কাউর।

সোমবার অকল্যান্ডে এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেতার পরপরই এই বৃদ্ধা সামান্য একটু নেচে জয়ের আনন্দ প্রকাশ করেন। তার বয়সের ক্যাটাগরিতে তিনিই ছিলেন একমাত্র প্রতিযোগী।

নিউজিল্যান্ডের সংবাদ মাধ্যমে তাকে উল্লেখ করা হয়েছে ‘চণ্ডীগড়ের বিস্ময় হিসেবে।’

দৌড় শুরু করার আগে তার স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হয়। ডাক্তারদের অনুমতি পাওয়ার পরেই তিনি প্রতিযোগিতায় অংশ নেন।

About the author

নরসুন্দা ডটকম

Leave a Comment