ফিচার

সেরা ছবি শোয়েব ফারুকীর ‘স্রষ্টার জন্য খাবার’

নরসুন্দা ডটকম   এপ্রিল ২৬, ২০১৭

।। নরসুন্দা ডটকম ।।

পিংক লেডি ফুড ফটোগ্রাফার ২০১৭ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে বাংলাদেশের আলোকচিত্রী শোয়েব ফারুকীর তোলা ছবি।

“ফুড ফর গড” বা “স্রষ্টার উদ্দেশ্যে খাবার” শিরোনামে ছবির জন্য তিনি ওভারঅল উইনার নির্বাচিত হন জুরি সদস্যদের কাছে। ফুড ফর সেলিব্রেশন ক্যাটেগরিতে মনোনয়ন পায় তার নাইকন ক্যামেরায় তোলা ছবিটি।

প্রতিযোগিতার আয়োজক পিংক লেডি ফুড ফটোগ্রাফার ওয়েবসাইটে বলা হয়েছে, এই ক্যাটেগরিতে বিশ্বজুড়ে উৎসবের বিভিন্ন খাবারের ছবি আহ্বান করা হয়েছিল।

তার মধ্যে ছিল ক্রিসমাস, দিওয়ালী, ইস্টার, জন্মদিনের উৎসব কিংবা বিয়ে-এসব আয়োজনে যেসব খাবার পরিবশেন করা হয় তার ছবি, লোকজনের আহার এবং খাবার রান্না ইত্যাদি ছবি।

শোয়েব ফারুকী বলেন, ” ২০১৭ সালের একজন চূড়ান্ত প্রতিযোগী হতে পেরে আমি ভীষণ আনন্দিত, আমি সবসময়ই আমার ছবির মাধ্যমে বিশ্বকে একটি নতুন বার্তা দিতে চাই।

সনাতন ধর্মের অনুসারীদের একটি উপাসনা-কেন্দ্র রাজাপুর লোকনাথ ধাম চিটাগাং। সন্ধ্যের দিকে সেখানে এই পুজাপর্ব শুরু হয় এবং উপাসনা চলে দুই ঘণ্টার মত। পূজারীরা ২৪ ঘণ্টার মত উপাস থাকেন এবং প্রার্থনা শেষে তারা এখানেই খাবার খান। সেখানেই ছবিটি ক্যামেরাবন্দী করেন মি ফারুকী।

About the author

নরসুন্দা ডটকম

Leave a Comment