কবিতা সাহিত্য

সাইফুল ইসলাম মাসুম এর কবিতা “স্বাধীনতা”

নরসুন্দা ডটকম   মার্চ ২৭, ২০১৮

স্বাধীনতা

স্বাধীনতা,এ যেন এক বিরল অনুভতি,
পরাধীনতার শৃংখল থেকে হাফ ছেড়ে বেঁচে উঠা,
বিপুল উদ্যমে প্রানখুলে হাসা।
মায়ের অাচঁলে নির্ভয়ে লুকানো
শিশুর লুকানো উচ্ছ্বল মুখ,
বাবার অাঙ্গুলে ধরে শিশুর
পথপানে হাটার স্বর্গীয় সুখ।
স্বাধীনতা,
অাকুল পিয়াসে স্বাগত সুখ অার অভিমান
শ্বেতাভ কাকতাড়ুয়ার দখিন দেয়ালে সান্ধ্যগান।
সুর্যাস্তের গোধুলী লগ্নে ধুলি উড়া পথে
রাখালীর সজীব সান্ধ্যগান,
তুমি ভোরের রবির উদিত কিরনে
কিশোরের তাজাপ্রান।
তুমি পথচারীদের পথচলা গান,
কচিকাঁচাদের মিলন মেলা,স্বতস্ফুর্ত অাবেগ অার মনমন্দিরের প্রানবন্ত অাবেদন অার
উচ্ছ্বল দুরন্ত শৈশবে মেতে উঠা শিশুর গান।
স্বাধীনতা,
তুমি সুদীর্ঘবিরহের পর স্বামীর সংস্রবে
এসে প্রিয়তমা স্ত্রীর বিঢ়বিঢ় করে বলা অাপন অভিমান।
স্বাধীনতা,তুমি এ স্বগমর্ত্যের উদাত্ত অাহবান,
এ শুধু প্রানের জোয়ারে ভেসে উঠা স্বর্গীয় অনুভুতি।
স্বাধীনতা,কখনো কখনো তুমি যেন হও সুর লহরীর মুগ্ধতার অাবেশ,
পাখোয়াজ সংগীতজ্ঞের সুরতালের ধুম্রময় গানের অাসর।
স্বাধীনতা,এ যেন এক ভিন্ন স্বাদের অনুভুতি,
ঘুম ভাঙ্গা শিশুর অাপন মনে বলে উঠা অননুবাদযোগ্য বঙ্গীয় শব্দকোষ,
সান্ধ্যস্বরে গেয়ে উঠা কিষানীর গান।
স্বাধীনতা,ভাই অার বোনের মায়াময় খুঁনসুটি
অার অহেতুক ঝগড়ার অবিরাম মেতে উঠা।
স্বাধীনতা,ঢ়েন কবিতায় কবির বিপ্লবী মানসে
অবিরত শব্দপ্রসব,
কবির ভাষায় খুঁজে পাই সংগ্রামী চেতনা।
স্বাধীনতা,যেন ভিতরে বিলীন হয়ে থাকা
মৃত ছায়াটুকুর পুনঃপুনঃ জেগে উঠা!
কাতর কন্ঠে বিরহী মায়ের জোরালো অাবদার।
স্বাধীনতা- একটি বিরল সাহস জোগানো সমৃদ্ধ শব্দ,
অাপন অালয়ে বুক ফুলিয়ে থাকার একটি অনন্ত অনুমোদন।।

 

সাইফুল ইসলাম মাসুম : কবি, লেখক ও ব্যাংকার।

About the author

নরসুন্দা ডটকম