কবিতা সাহিত্য

কবি শামীম ফাতেমা মুন্নীর কবিতার ডায়েরিতেঃ প্রিয় মুহূর্তরা

Md. Sohel Ahmed Khan   মার্চ ২৯, ২০১৮

সাহিত্য ডেস্কঃ

প্রিয় মুহূর্তরা

-শামীম ফাতেমা মুন্নী

দ্রুত ঘোরে ঘড়ির কাঁটা,
সময় যে পাগলা ঘোড়া !
সেদিন বিকেলটা ছিল এমন…..
মোহনীয়,স্বর্ণালী অপেক্ষার বেলা……
প্রতীক্ষার প্রহর কাটিয়ে দেখা হলো অবশেষে,
অসংখ্য ভীড়ে দুনয়ন খুজে নিলো প্রিয়মুখ!
আঙ্গুলের নিবিড় আলিঙ্গনে চলা হলো কিছুটা পথ
পাশাপাশি উষ্ণতার পরশে বসে
পলকহীন চোখে চেয়ে থাকা,
দুমগ গরম কফির সুবাসে কফিসপ মৌ মৌ
অনুভবে জুড়ে থাকার প্রতিশ্রুতি চিরকালের।
কেউ হয়তো এগিয়ে জীবনে,
কেউ বা চলার মিছিলে হয়তো পেছনে,
তবু অপার্থিব একজোড়া মনের সঙ্গমে
মিলেমিশে একাকার এক মোহনা।
ইচ্ছেরা হারায়,সামনের পীচঢালা পথে,
আকাশে, বয়ে যাওয়া বাতাসে,
শক্ত করে আকঁড়ে থাকা কোমল মুঠো
মধুময় সে ক্ষণে সঙ্গ চায় লোমশ এক হাতের,
সময় যে বয়ে যায় তার আপন গতিতে,
মন গেয়ে ওঠে প্রিয় গানের কলি
কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে,
আরো কিছু কথা না হয় বলিতে মোরে……!”

About the author

Md. Sohel Ahmed Khan