খেলাধুলা

আর্জেন্টিনা এবার ফিফা র‌্যাঙ্কিংয়েও পিছিয়ে গেল

Md. Sohel Ahmed Khan   মার্চ ৩০, ২০১৮

ক্রীড়া ডেস্কঃ নিজেদের ফুটবল ইতিহাসে স্পেনের কাছে  সবচেয়ে বড় ব্যবধানের হারের লজ্জায় ডোবার পর আরেকটি দুঃসংবাদ পাচ্ছে মেসির আর্জেন্টিনা এবং তার ভক্তরা। ৬-১ গোলে হেরে যাওয়ার পর ফিফা  র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে দলটি। আগামী ১২ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এই র‌্যাঙ্কিং প্রকাশ করবে ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। জার্মানির বিপক্ষে দারুণ জয় পেলেও আপাতত শীর্ষে উঠতে পারছে না নেইমারের ব্রাজিল। হারের পরেও শীর্ষস্থান জার্মানির দখলে। ১৩ মাস আগে শীর্ষে ছিলো মেসির আর্জেন্টিনা, সেখান থেকে বর্তমানে তাদের অবস্থান চারে। তবে নতুন র‌্যাঙ্কিং প্রকাশিত হলে তারা আরও একধাপ নিচে নেমে যাবে। গত আট মাস ধরে শীর্ষে আছে জার্মানরা আর ব্রাজিল তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে।

অন্যদিকে সোমবার রাতে নেদারল্যান্ডসের কাছে ৩-০ গোলে হেরে যাওয়ায় পর্তুগালও এক ধাপ পিছিয়ে চতুর্থ স্থানে নামবে। আর দুই ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠবে বেলজিয়াম। দুই ধাপ করে উপরে উঠবে সুইজারল্যান্ড (ষষ্ঠ) ও ফ্রান্স (সপ্তম)। স্পেন এক ধাপ পিছিয়ে অষ্টম স্থানে থাকবে। আর এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠবে চিলি। চার ধাপ পিছিয়ে দশম স্থানে পোল্যান্ড।

About the author

Md. Sohel Ahmed Khan