সোশ্যাল মিডিয়া

প্রিয় লেখকদের জন্য সতর্কীকরণ!

নরসুন্দা ডটকম   এপ্রিল ৮, ২০১৮
প্রিয় লেখক

জীবনানন্দ দাশের মতো হচ্ছে অনেক লেখকের জীবন! যেমন, মোমেন বাগে নিজের বিশাল প্রাসাদতুল্য বিল্ডিং থাকা পরেও তুচ্ছতাচ্ছিল্যে শওকত ওসমানের শেষ জীবনে তাঁর জায়গা হয়েছিল বাড়ির আংগিনায় দারোয়ান-ড্রাইভারদের পাশে, অনেকটা টিনশেটে। একই করুন পরিণতি হয়েছিল আরেক লেখক শওকতের অর্থাৎ শওকত আলীর! হাটখোলায় নিজের চার তলা বাসাবাড়ি থাকা সত্ত্বেও তাঁকে বাধ্যতামূলক ভাবে থাকতে হয়েছে, বাসার সামনে গ্যারেজের মতো ঘরে। ক্ষুধায় কষ্ট পেয়েছেন, ব্যথায় কাৎরাতেন।

সাইফুল্লাহ মাহমুদ দুলাল

সাইফুল্লাহ মাহমুদ দুলাল এর ফেসবুক থেকে নেওয়া।

প্যারাসিটমল বা ঔষধ কেনার সামর্থ ছিলো না বলে জানিয়েছেন, অনেক লেখক-সাংবাদিক।আর আল মাহমুদের ছেলেরা তাঁকে ‘কবি’ বলে ঠাট্টা, মশকরা করে হাসাহাসি করে! গত ১২ মার্চ খ্যাতিমান কার্টুনশিল্পী শেখ তোফাজ্জল হোসেন এক স্ট্যাটাস দিয়ে বেদনার কথা প্রকাশ করে লিখেছেন- ‘আমি একজন ব্যর্থ পিতা, বর্তমানে অথর্ব । আমার স্ত্রী এবং দুই কন্যা তেমনি বিবেচনা করে। মেনে নিতেই হয়’। এ যেন বাতির নিচে অন্ধকার! আলোকিত এই মানুষগুলোর পারিবারিক জীবন ছিলো দারুণ দুর্বিষহ! তাই লেখকদের আগে থেকেই সতর্ক হওয়া দরকার!

সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কবি।

সূত্র : লেখকের ফেসবুক ওয়াল থেকে 

About the author

নরসুন্দা ডটকম