এক অসমবয়সী বন্ধুত্বের গল্প। বন্ধুত্বই বটে। আর সেই গল্পকে ফ্রেমবন্দি করেছেন পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। সিনেমার নাম ‘সোনার পাহাড়’। সম্প্রতি মুক্তি পেল ‘সোনার পাহাড়’ ছবির ফার্স্ট লুক।
‘সোনার পাহাড়’ ছবির কাহিনীতে দেখানো হয়েছে, সত্তোরোর্দ্ধ বৃদ্ধা উপমা। কলকাতার পুরনো বাড়িতে একাই থাকেন। একমাত্র ছেলে সৌম্যর সঙ্গে ইদানীং সম্পর্ক ভাল নয়। হঠাত্ই ছেলের ছোটবেলার বন্ধু রাজদীপের সঙ্গে দেখা হয় উপমার। আর সেই সূত্রেই তাঁর বাড়িতে আসে সাত বছরের ছেলে বিট্টু। এর পর উপমা এবং বিট্টুর বন্ধুত্বকে কেন্দ্র করেই এগোয় ছবির গল্প।
বহুদিন পর এই ছবি দিয়েই টলিউডে ফিরছেন তনুজা। তাঁর ছেলের ভূমিকায় রয়েছেন যিশু সেনগুপ্ত। পরমব্রত অভিনয় করেছেন যিশুর বন্ধুর ভূমিকায়। ফার্স্ট লুক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পছন্দ করছেন দর্শক। এ বার ‘সোনার পাহাড়’ ছবি মুক্তির অপেক্ষা।