দেশ-বিদেশ

‌ওয়ালমিকি‌ এবং ‌মালহার নতুন ২টি ভাষার সন্ধান মিলল ভারতে

নরসুন্দা ডটকম   এপ্রিল ১২, ২০১৮
নতুন ২টি ভাষার সন্ধান মিলল ভারতে

কত অজানা জিনিস যে লুকিয়ে রয়েছে এ দেশে তা না দেখলে বা না জানলে বোঝা যাবে না। সেরকমই এক নতুন জিনিসের সন্ধান দিলেন হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। এ দেশের ভাষার বৈচিত্র্য নেহাত কম নয়। প্রতিটি রাজ্যের ভিন্ন ভিন্ন ভাষা। সেই ভাষার তালিকায় যোগ হতে চলেছে আরও ২টি নতুন ভাষা। এই দুই নতুন ভাষার সন্ধানকারী অধ্যাপক পঞ্চানন মোহান্তি। তিনি সম্প্রতি আমেরিকার ফাউন্ডেশন ফর এনডেনজারড ল্যাঙ্গুয়েজের ওপর আয়োজিত এক বার্ষিক সম্মেলনে এই বিষয়ের ওপর একটি পেপার প্রকাশ করেন।

নতুন এই ভাষা ২টি হল ‘‌ওয়ালমিকি’‌ এবং ‘‌মালহার’‌। অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার দু’‌টি ছোট জনগোষ্ঠী এই ভাষায় কথা বলে। হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পঞ্চানন মোহান্তি এই দুই ভাষার ওপর গবেষণা করেছেন। ওড়িশার কোরাপুট এবং ওড়িশার সীমান্ত লাগোয়া অন্ধ্রের কয়েকটি জেলায় এই ভাষায় মানুষ কথা বলে। তবে আশ্চর্যের বিষয়, যে জনগোষ্ঠী এই ‘‌ওয়ালমিকি’‌ ভাষায় কথা বলে তাঁরা নিজেদেরকে রামায়ণের আদি রচয়িতা বাল্মীকির উত্তরসূরী বলে দাবি করেন। অন্যদিকে ‘‌মালহার’‌ ভাষাটি প্রচলিত ওড়িশার রাজধানী ভুবনেশ্বর থেকে ১৬৫ কিমি দূরে একটি প্রত্যন্ত ও দুর্গম গ্রামে। মাত্র ৭৫ জন এই ভাষায় কথা বলে, জানান অধ্যাপক।

About the author

নরসুন্দা ডটকম