খেলাধুলা

হায়দারাবাদের বিরুদ্ধে কেমন হতে পারে আজকের কলকাতা নাইট রাইডার্স

নরসুন্দা ডটকম   এপ্রিল ১৪, ২০১৮
কলকাতা নাইট রাইডার্স

ইউসুফ পাঠান, সাকিব আল হাসান, মণীশ পাণ্ড্যদের মতো প্রাক্তন নাইটরা তো আছেনই, তার সঙ্গে রয়েছে হায়দারাবাদের দুর্দান্ত বোলিং লাইন আপ। প্রথম দুই ম্যাচ জেতা সানরাইজার্সের মনোবল তুঙ্গে। সেখানে চেন্নাইয়ের বিরুদ্ধে জেতা ম্যাচ হেরে গিয়েছে নাইটরা। এক নজরে দেখে নেওয়া যাক ইডেনে আজ হায়দারাবাদের বিরুদ্ধে কলকাতার হয়ে কারা কারা মাঠে নামতে পারেন।

ক্রিস লিন: বেঙ্গালুরুর বিরুদ্ধে রান না পেলেও চেন্নাইয়ের বিরুদ্ধে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন এই ডানহাতি।
সুনীল নারাইন: বেঙ্গালুরু ম্যাচে তাঁর ব্যাটিং জয়ের ভিত গড়ে দেয়। আর বল হাতে তো তিনি আজও রহস্য।
রবিন উথাপ্পা: ডানহাতি এই মারকুটে ব্যাটসম্যানও চেন্নাইয়ের বিরুদ্ধে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। তিন নম্বরে সম্ভবত থাকছেন তিনি।
নীতীশ রাণা: প্রথম ম্যাচে তাঁর অল রাউন্ড পারফরম্যান্স বেঙ্গালুরু বধে নাইটদের সাহায্য করেছিল। চেন্নাইয়ের বিরুদ্ধে ভাল শুরু করেও আউট হয়ে যান তিনি।
দীনেশ কার্তিক: নাইট অধিনায়ককে আজ বাড়তি দায়িত্ব নিতে হবে। শুধু ব্যাটিং নয়, বোলিং পরিবর্তনও করতে হবে হিসাব করে।
আন্দ্রে রাসেল: দুরন্ত ফর্মে থাকা রাসেল চেন্নাই বোলিংকে নিয়ে কার্যত ছেলেখেলা করেছিলেন। তিনি মিডল অর্ডারে নিশ্চিত।
পীযূষ চাওলা: প্রথম ম্যাচে কোহালিদের বিরুদ্ধে ভাল বল করলেও চেন্নাইয়ের বিরুদ্ধে দেন ৪৯ রান। তবে হোম ম্যাচে আজ সম্ভবত থাকছেন এই লেগ স্পিনার।
কমলেশ নাগরকোটি: বিনয় কুমার পর পর দু’ম্যাচে ব্যর্থ হওয়ায় আজ অভিষেক হতে পারে অনূর্ধ্ব উনিশের এই স্পিডস্টারের।টম কুরান: চেন্নাইয়ের বিরুদ্ধে ৩৯ রান দিলেও ২ উইকেট নেন ইংল্যান্ডের এই পেসার।
কুলদীপ যাদব: বাঁহাতি এই চায়নাম্যান এখনও পর্যন্ত ততটা সফল না হলেও এ দিন তিনি দলে থাকছেন।

About the author

নরসুন্দা ডটকম