খেলাধুলা

সাকিবের ৩০০ উইকেটের মাইলফলকের দিনে মোস্তাফিজদের হার

নরসুন্দা ডটকম   এপ্রিল ২৫, ২০১৮
সাকিবের ৩০০

• রোহিত শর্মাকে ফিরিয়ে টি-টোয়েন্টিতে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁলেন সাকিব
• টি-টোয়েন্টিতে পঞ্চম বোলার হিসেবে মাইলফলকটি ছুঁলেন তিনি
• টি-টোয়েন্টিতে ৩০০ উইকেট পাওয়া প্রথম বাঁহাতি বোলার সাকিব

১১৯ রানের টার্গেটের পথে হাঁটতে যেয়ে ৩১ রানে হেরে গেছে মোস্তাফিজদের মুম্বাই ইন্ডিয়ান্স। দলের নাটকীয় জয়ের দিনে টি-টুয়েন্টিতে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে চার হাজার রানের পাশাপাশি ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন হায়দরাবাদের সাকিব আল হাসান। ১১ ওভারে ৬১ রান তুলে ফেলা মুম্বাই অলআউট হয়েছে ৮৭ রানে, ১৮.৫ ওভারে।

গত কয়েক বছরে ধরে বোলিং অলরাউন্ডার হিসেবে সুনাম কুড়ানো হার্দিক পান্ডিয়া এদিন ভূতুড়ে ব্যাটিং করেছেন। আধুনিক যুগের এই টি-টুয়েন্টিতে ১৯ বল খেলে ৩ রান করেন তিনি! ১৮তম ওভারে আউট হওয়ার আগে রীতিমতো হাঁসফাঁস করছিলেন।

হার্দিক আউট হওয়ার পর শেষ দুই ওভারে জয়ের জন্য ৩৪ রান দরকার পড়ে মুম্বাই ইন্ডিয়ান্সের। শেষ উইকেটে মোস্তাফিজ আর বুমরাহ সেটি পেরে ওঠেননি। হায়দরাবাদ এদিন আগে ব্যাট করে ১১৮ রানে অলআউট হয়। মোস্তাফিজ দারুণ বল করেন। ৩.৪ ওভার হাত ঘুরিয়ে ১৮ রান দিয়ে এক উইকেট নেন।

বল করতে নেমে ব্যাট হাতে ব্যর্থ সাকিব বোলিংয়ে জ্বলে ওঠেন। শুরুতে রোহিত শর্মার (২) উইকেট নিয়ে টি-টুয়েন্টিতে ৩০০তম উইকেট দখল করেন। আগেই ব্যাটিংয়ে চার হাজার রান পূরণ করেন তিনি। এই ডাবলের কীর্তি আছে কেবল ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর। ছোট ফরম্যাটে মিডিয়াম পেসে ৪১৬ উইকেট শিকারের সঙ্গে ব্যাট হাতে ৫,৬০৭ রান করেছেন এ ক্যারিবীয় অলরাউন্ডার।

টি-টুয়েন্টিতে ৩০০ উইকেট নেয়ার কীর্তি আছে আরও দুই বোলারের। ৩৪৮ উইকেট নিয়েছেন শ্রীলঙ্কান সাবেক পেসার লাসিথ মালিঙ্গা। ৩২১ উইকেট আছে স্পিনার থেকে অলরাউন্ডার হয়ে ওঠা কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবীয় ক্রিকেটার সুনিল নারিনের।

সাকিব এদিন ৩ ওভার হাত ঘুরিয়ে ১৬ রান দিয়ে এক উইকেট নেন। সিদ্ধার্থ ৪ ওভারে ২৩ রান দিয়ে তিন উইকেট নেন। রিস্ট স্পিনার রশিদ খান ৪ ওভারে ১১ রান দিয়ে দুইজনকে ফেরান। ১.৫ ওভারে দুই উইকেট নেন বাসিল থাম্পি।

About the author

নরসুন্দা ডটকম