কবিতা সাহিত্য

সোহেল খানের কবিতার পাতায় “চাঁদ আর কবিতা”

নরসুন্দা ডটকম   এপ্রিল ২৮, ২০১৮
চাঁদ আর কবিতা

“চাঁদ আর কবিতা”
-সোহেল খান

 

চাঁদ দেখিনা সেই কবে থেকে, মনে নেই
খোলা আকাশের নিচে সবুজ ঘাসের
বিছানায় শুয়ে শুয়ে চাঁদ দেখাবে বলে
সেই যে চলে গেলো ফিরে আসেনি আর
প্রতীক্ষায় আছি আজও সেই চাঁদ দেখার
কবিতার ডালা সাজিয়ে আজও ঘুরি পথেপথে।
যদি কোনদিন দেখা হয় কোন জ্যোৎস্না রাতে।
জ্যোৎস্নার আলোয় করবে স্নান ছাদের কোনে
থাকবে শুধু আমার হয়ে নিবিড় আলিঙ্গনে
কবিতা শুনবে বলে কত ছিল তোমার আয়োজন
আষাঢ়ের মেঘ এসে ঢেকে দিয়েছিল সেই চাঁদ
কবিতার ডায়েরিটাও সেদিন পাইনি খুঁজে।

তারপর একাকী কেটে গেলো কতগুলো বছর
পূর্নিমার চাঁদও এসেছিলো ঘুরে ঘুরে ঐ আকাশে।
দেখা হয়নি, দেখতে পারিনি চাঁদ একলা ছাদে
বন্ধ ঘরে সিগারেটের ধোঁয়ায় আঁধার নামিয়েছি
কবিতার ডায়েরিটা ঘরের কোনে ছুড়ে ফেলেছি।
অমাবস্যার রাতে একলা হেটেছি নদীর তীর ধরে
খোলা মাঠ ও প্রান্তর, বাড়ির ছাদ আর উঠোনে
কন্ঠকে স্তব্ধ করে রেখেছি কবিতা পড়িনা বলে।
আজ যে ভরা পূর্নিমা জানা ছিলো না মোটেও।

খোলা মাঠ ধরে ফিরছিলাম বাড়ির পথেই
সন্ধ্যা ঘনিয়ে এলো রাত, স্বচ্ছ নীলাকাশ জুড়ে
রূপালি চাঁদ পথ দেখিয়ে পৌঁছে দিয়েছে বাড়ি।
চোখ বন্ধ করে হেটেছি চাঁদ দেখবো না বলে
বিশ্বাস করো প্রার্থনা করেছি চিৎকার করেছি
কালবৈশাখীর ঝড় উঠুক, বৃষ্টিতে ভিজবো
কালো মেঘে ঢেকে যাক নীলাকাশের চাঁদ।
আজ চাঁদ বড় বেয়ারা মানেনি কোন বারণ
জ্যোৎস্না বিলিয়েছে ধরণীতে শুধু অকারণ।
তুমি জানো না মেয়ে-
কবিতা লিখেছি তোমার জন্য ডায়েরির পাতা ভরে
শুনবে যদি এই পূর্ণিমায় এসো তবে আমার ঘরে।

About the author

নরসুন্দা ডটকম