ফিচার

যশোরে গরুর হাটে কোটি টাকার জেব্রা!

নরসুন্দা ডটকম   মে ৯, ২০১৮
গরুর হাট

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ার সাতমাইল এলাকায় একটি গরুর হাট (খাটাল) থেকে ১০টি জেব্রা উদ্ধার করেছে ডিবি পুলিশ। জেব্রাগুলোর আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা। তবে জেব্রা পাচারের সঙ্গে জড়িত কাউকে পুলিশ আটক করতে পারেনি।

মঙ্গলবার (৮ মে) রাত ১২টার দিকে জেব্রাগুলো উদ্ধার করা হয়। তবে এর মধ্যে একটি জেব্রা মারা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শার্শার সাতমাইল গরুর হাটের (খাটালের) গোয়ালে সাদা-কালো ডোরা কাটা ১০টি জেব্রা বাঁধা ছিল। এর মধ্যে একটি জেব্রার মৃত্যুতে বাকিগুলো চিৎকার ও আর্তনাদ শুরু করে। ফলে স্থানীয় লোকজন জেব্রা লুকিয়ে রাখার বিষয়টি জেনে যায়। পরে খবর পেয়ে অভিযান চালিয়ে জেব্রাগুলো উদ্ধার করে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

জেব্রাগুলো বর্তমানে শার্শার বাঁগআচড়া পুলিশ ফাঁড়ির হেফাজতে রয়েছে। তবে জেব্রাগুলোর মালিক এখনও খুঁজে পাওয়া যায়নি।ডিবির ওসি জিয়াউর রহমান বলেন, ‘জেব্রাগুলো ঢাকা থেকে কার্টনে করে লুকিয়ে আনা হয়েছিল। উদ্ধারকৃত জেব্রাগুলোর আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।’ তিনি জানান, বাইরের দেশ থেকে জেব্রাগুলো আনা হলেও পরে এগুলো ভারতে পাচারের জন্য সাতমাইলে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

আজ বুধবার (৯ মে) দুপুরে জেব্রাগুলোকে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি জিয়াউর রহমান।

About the author

নরসুন্দা ডটকম