খেলাধুলা

আতহার আলী খান : এশিয়া কাপের ধারাভাষ্যে একমাত্র বাংলাদেশি

নরসুন্দা ডটকম   সেপ্টেম্বর ৯, ২০১৮

বাংলাদেশের সাবেক তারকা ক্রিকেটার আতহার আলী খান। বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় ধারাভাষ্যকার তিনি।

আসন্ন এশিয়া কাপে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে ধারাভাষ্যে থাকবেন তিনি।

এশিয়া কাপের ১৪তম এ আসর আর মাত্র পাঁচ দিন পর মাঠে গড়াবে।

এ আসরে অংশ নেবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।

১৫ সেপ্টেম্বর দুবাইয়ে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে পর্দা উন্মোচন হবে এই এশিয়া কাপের।

এই টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব পেয়েছে টিভি চ্যানেল স্টার স্পোর্টস। এরই মধ্যে তারা টুর্নামেন্টের ১০ সদস্যের ধারাভাষ্য প্যানেল ঘোষণা করেছে।

এ প্যানেলে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে রয়েছেন সাবেক ক্রিকেটার ও দেশবরেণ্য ধারাভাষ্যকার আতহার আলী খান। দেশের আরেক প্রখ্যাত ধারাভাষ্যকার শামীম চৌধুরীকে রাখা হয়নি এবারের প্যানেলে।

দেশবরেণ্য ধারাভাষ্যকার আতহার আলী খান

১০ জনের এই দলে ভারত থেকে দুজন, পাকিস্তান থেকে দুই, শ্রীলঙ্কা থেকে দুই, ইংল্যান্ড থেকে দুই ও অস্ট্রেলিয়া থেকে একজন রয়েছেন।

এশিয়া কাপের ধারাভাষ্য প্যানেল : 

১. আতাহর আলী খান (বাংলাদেশ)।

২. আমির সোহেল (পাকিস্তান)।

৩. রমিজ রাজা (পাকিস্তান)।

৪. শিবরামকৃষ্ণ (ভারত)।

৫. ভিভিএস লক্ষণ (ভারত)।

৬. কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)।

৭. রাসেল আর্নল্ড (শ্রীলঙ্কা)।

৮. কেভিন পিটারসেন (ইংল্যান্ড)।

৯. ডিন জোনস (ইংল্যান্ড)।

১০. ব্রেট লি (অস্ট্রেলিয়া)।

অারো পড়ুন…

বাংলাদেশের ক্রিকেট : বির্তকিত সেই খেলোয়াড়েরা কারা? জানতে হলে পড়ুন…

About the author

নরসুন্দা ডটকম