কবিতা সাহিত্য

কবি সেলিনা আখতারের কবিতার ডায়েরি থেকে

Md. Sohel Ahmed Khan   নভেম্বর ৭, ২০১৮

মেঘ পাখি

-সেলিনা আখতার –

 

তুমি আর কত উড়তে চাও,

কত কাল ভাসবে সাদা মেঘের ভেলায়।

সেই কবে থেকে আমি অনিমেষ অপেক্ষায়

আঁখি মেলে চেয়ে আছি,

যখনই তুমি উড়ে যাও,

আমি দুই হাত বাড়িয়ে রাখি।

তুমি জানো না, তুমিতো আমার সেই জন,

যার জন্য শুধুই আমার অন্যরকম লাগে,

যার জন্য হাসতে ভালো লাগে,

বাঁচতে ভালো লাগে।

যদি সে কাছ আসে তবে ইচ্ছেগুলো হাসে

পূর্ণতা খিলখিল করে হেসে বলে ”

এই দেখ আমিতো এসেছি “!

মেঘ পাখি, তুমি কি জান এই যে আমি,

একটা সুখ সুখ অনুভুতি নিয়ে

হাসি শুধু তোমার জন্য,

রৌদ্র তাপে পুড়তে পুড়তে

বারবার আকাশের দিকে তাকাই,

আমার এই অদভুত কাছে টানা,

আমি লুকিয়ে রাখি,

কেউ জানেনা, তুমিও বোঝনা,

তোমাকে বলা হয়না, আড়ালে কষ্ট রাখি,

মনে মনে তোমার জন্য

প্রতীক্ষা জাপটে ধরে বাঁচি।

এমন আশা লুকিয়ে

বেঁচে থাকতে ইচ্ছে করেনা,

তবুও লোক ভয়ে লুকিয়ে রাখি ইচ্ছে,

সেই ভয়ে আড়াল করে রাখি

আমার দুঃখ আর কষ্ট।

একা হেঁটে যাই ঠিকানা বিহীন,

এতো পথ হেঁটে,

আজ ক্লান্ত আমি যেন কিছুই হয়নি,

যেন আর সবার মত সুখী মানুষ আমিও,

হেঁটে যাই কত পথ। যাই কোথায়?

কত পথ যাই কোথাও হয়তো যাই,

কিন্তু তার কাছেই কেবল যাই না,

যার জন্য কেমন লাগে।

এক অদ্ভুত অপেক্ষা,

এক অদ্ভুত ভালোবাসা।

একদিন তুমিতো বর্ষা হবে,

কোথাওতো ঝরবে বারিধারা হবে,

কাউকে ভেজাবে তুমি,

সেতো তোমায় আরাধনা করেনি,

সেতো আঁচল ভেজায় আক্ষেপ করতে পারে।

অথচ রৌদ্র তপ্ত আকাশের নিচে একখন্ড মেঘ,

আর এক ফোঁটা বৃষ্টির আশায় আমি আঁচল পেতে রাখি,

তোমার জন্য আরাধনা করতে থাকি।।

About the author

Md. Sohel Ahmed Khan