বিদেশ ডেস্ক: পাকিস্তানি সেনার হাতে আটক ভারতীয় বায়ুসেনা আধিকারিককে মুক্তি দেওয়া হোক। এমনটাই চাইছেন পাকিস্তানি লেখিকা ফাতিমা ভু্ট্টো।
দু’দেশের মধ্যে এখন সম্পর্ক খুবই উত্তপ্ত। ঘরে–বাইরে চাপের মুখে পড়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খান ফের শান্তির বার্তা দিয়েছেন। আর তারপরই ফতিমা ভুট্টোর এই আর্জি।

ভারতীয় বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান বুধবার আটক হয়েছেন পাকিস্তানের হাতে
বুধবার একটি মার্কিন সংবাদমাধ্যমে লেখা একটি কলামে পাকিস্তানের প্রয়াত রাজনীতিবিদ মুর্তাজা ভুট্টোর মেয়ে এবং বেনজির ভুট্টোর ভাইঝি ফাতিমা বলেন, ‘শান্তি, মানবতা এবং মর্যাদার প্রতিষ্ঠার প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আর তারই উদাহরণ স্বরূপ আমি এবং আরও বহু পাকিস্তানি যুবক–যুবতী চাইছি আটক ভারতীয় পাইলটকে মুক্তি দিক আমাদের সরকার। আমাদের জীবনের অনেকটা সময় যুদ্ধেই কেটে গিয়েছে। তাই আমরা আর পাকিস্তানি সেনাদের মৃত্যু দেখতে চাই না। আমরা ভারতীয় সেনাদেরও মৃত্যু দেখতে চাই না। আমরা অনাথদের উপমহাদেশ হতে পারি না।’
১৯৪৭ সালে দেশভাগের পর থেকে দুই দেশ বহুবার যুদ্ধে জড়িয়েছে। সেকথাও উল্লেখ করেছেন ফতিমা।
পাশাপাশি লিখেছেন, ‘আমাদের প্রজন্ম বাক স্বাধীনতার জন্য লড়াই করেছে। আর আমরা শান্তি স্থাপনের পক্ষে সওয়াল করতে কখনই ভয় পাই না।’ সূত্র: আজকাল ।

মুক্তি পাচ্ছেন পাকিস্তানের কব্জায় থাকা ভারতীয় উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান