ছোটকাগজ সাহিত্য

প্রকাশিত হয়েছে বই বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা এবং বই

নরসুন্দা ডটকম   ফেব্রুয়ারি ২৮, ২০১৯
এবং বই

অমর একুশে গ্রন্থমেলায় (২০১৯) প্রকাশিত হয়েছে বই বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা ‘এবং বই’। পত্রিকাটির এটিই প্রথম সংখ্যা।

পত্রিকাটি সম্পাদনা করেছেন লেখক ফয়সাল আহমেদ। ত্রৈমাসিক এই পত্রিকাটি প্রকাশ করেছে দ্যু প্রকাশন। প্রচ্ছদ করেছেন মিতা মেহেদী, মূ্ল্য- ৭৫টাকা ।

পত্রিকাটিতে রয়েছে, প্রবন্ধ, বই আলোচনা, বই পরিচিতি ও সাক্ষাৎকার।

এবং বই

বই বিষয়ক ত্রৈমাসিক ‘এবং বই’

 

এই সংখ্যার লেখক তালিকায় আছেন, সৈয়দ কামরুল হাসান, কানিজ ফাতিমা, অঞ্জন আচার্য,বিপ্লব বিশ্বাস, আহমেদ স্যামুয়েল, মহসিন ফয়েজ, সুদেষনা ঘোষ ঋজু গাঙ্গুলী, খন্দকার আবদুল হামিদ ও সাইফ বরকতুল্লাহ।

কথাসাহিত্যিক জাকির তালুকদারের সাক্ষাৎকার রয়েছে এই সংখ্যায়। ‘এবং বই’ সম্পাদক ফয়সাল আহমেদ সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন।

অমর একুশে গ্রন্থমেলায় পত্রিকাটি সোহরাওয়ার্দী উদ্যানের দ্যু প্রকাশনের স্টলে (৩৩১) পাওয়া যাচ্ছে। এছাড়া ও অনলাইন বুকশপ বইমেলা ডট কম, বাংলা বইয়ের দেশ ও রকমারিতে পাওয়া যাচ্ছে।

আরো পড়তে পারেন….

অস্কার জিতল ভারতীয় তথ্যচিত্র

ঈর্ষা করার মতো কেউ নেই আমার : জাকির তালুকদার

About the author

নরসুন্দা ডটকম