খেলাধুলা

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের সংগ্রহ ৭ উইকেটে ২৬৮ 

নরসুন্দা ডটকম   জুন ২৭, ২০১৯
ওয়েস্ট ইন্ডিজের

ওয়েস্ট ইন্ডিজকে ছুড়ে দিয়েছে লড়াই করার মতো লক্ষ্য। ধোনি-পান্ডিয়ার ব্যাটে ভর করে ৭ উইকেটে ২৬৮ রান তুলেছে ভারত। ভারতের ওপেনিং জুটিটা ভালো হয়নি। তবে বিরাট কোহলি এবং কেএল রাহুল সেই ধাক্কা সামলে ওঠেন। দু’জন গড়েন ৬৯ রানের জুটি। এরপর রাহুল ৪৮ রান করে ফিরে যান। বিপাকে পড়ে যায় ভারত। বিজয় শঙ্কর এবং কেদার যাদব মিডল অর্ডারে পুরোপুরি ব্যর্থ হন। ভারত ১৪০ রানে হারায় ৪ উইকেট। ভালো খেলা বিরাট কোহলি ৭২ রান করে ফিরে যান। দলের রান তখন ১৮০। ওয়েস্ট ইন্ডিজ একটা উইকেট তুলে নিতে পারলেই চূড়ান্ত চাপে পড়ে যায় ভারত। কিন্তু সেটা তারা সময় মতো পারেনি। হার্ডিক পান্ডিয়া এবং এমএস ধোনি গড়েন ৭০ রানের জুটি। পান্ডিয়া ৩৮ বলে ৪৬ রানের ইনিংস খেলে ফেরেন। দলের রান তখন ২৫০। ধোনি ৬১ বলে ৫৬ রানের হার না মানা ইনিংস খেলেন।

ওয়েস্ট ইন্ডিজের পেসাররাই এ ম্যাচে তুলে নিয়েছেন ভারতের সাত উইকেট। কেমার রোচ তার ১০ ওভারে ৩৬ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। শেলডম কটরেল ১০ ওভারে ৫০ রান খরচা করে নেন ২ উইকেট। এছাড়া অধিনায়ক জেসন হোল্ডার ১০ ওভারে মাত্র ৩৩ রান দিয়ে নেন ২ উইকেট।বল হাতে ওয়েস্ট ইন্ডিজের পেসাররা ভালো করেছেন। এখন ব্যাট হাতে ক্রিস গেইলদের জ্বলে ওঠার পালা। ভারতকে হারিয়ে তারা ধাক্কা দিতে পারে কি-না দেখার বিষয় সেটাই। যদিও ভারতের পেস বল এবং রিস্ট স্পিনার সামলে ভালো করা কঠিন হবে না তাদের।

আরো পড়তে পারেন….

দক্ষিণ আফ্রিকার বিদায় : সেমির স্বপ্ন পাকিস্তানের

বিশ্বকাপের মধ্যেই বড়সড় শাস্তি বিরাট কোহলির

About the author

নরসুন্দা ডটকম