ফিচার

কিশোরগঞ্জে নদী বিষয়ক পত্রিকা রিভার বাংলা’র অফিস উদ্বোধন

নরসুন্দা ডটকম   অক্টোবর ৯, ২০১৯
কিশোরগঞ্জে

গত শনিবার [ ৫, অক্টোবর- ২০১৯] সন্ধ্যায় নদী বিষয়ক ইন্টারনেট পত্রিকা রিভার বাংলা ডট কম এর কিশোরগঞ্জ অফিস উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে কিশোরগঞ্জ জেলা শহরের রিভার বাংলা’র বত্রিশস্থ কার্যালয়ে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়।

সুধী সমাবেশে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক ও লেখক, মু আ লতিফ, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কিশোরগঞ্জ শাখার সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ও কবি আব্দুর রহমান রুমি, উদীচী কিশোরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক ও সিনিয়র শিক্ষক স্বপন কুমার বর্মণ, মানবাধীকার কর্মী মো. রুহুল আমিন, সাংবাদিক মাজহার মান্না, কলামিষ্ট গাজী মহিবুর রহমান, সমজকর্মী কাজী অলি উল্লাহ অলি, এনজিওকর্মী জিয়াউল বাতেন, প্রভাষক মো. মশিউর রহমান তালুকদার, ছড়াকার শামীম রেজা ও রিভার বাংলা’র প্রকাশক তানভীর আহমেদ তুষার প্রমুখ।

এসময় রিভার বাংলা সম্পাদক ফয়সাল আহমেদ বলেন, আজ আমরা যে অফিসটি উদ্বোধন করলাম এটি রিভার বাংলা’র প্রয়োজনে ব্যবহৃত হবে। রিভার বাংলা’র সহযোগী সংগঠন রিভার বাংলা নদী সভার সদস্যবৃন্দ এখানে আসবেন, নদী সংক্রান্ত কাজে এই অফিস ব্যবহার করবেন। তিনি আশা প্রকাশ করেন, জেলার আগামী দিনের নদী আন্দোলনের ক্ষেত্রে এই অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো পড়তে পারেন…

রসায়নে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী

About the author

নরসুন্দা ডটকম