শত শব্দের গল্প সাহিত্য

অভিলাষ ।। নাজিয়া বিনতে মুস্তাফিজ

নরসুন্দা ডটকম   এপ্রিল ২১, ২০২০
অভিলাষ

এক’শ শব্দের গল্প:

অভিলাষ ।। নাজিয়া বিনতে মুস্তাফিজ

অনিন্দ্য অনেকক্ষণ হয় ফুল হাতে বাইরে অপেক্ষা করছে। আজ আমরা আমার পছন্দের শিমুল বাগানে যাবো। তার পছন্দের শাড়ি পড়েছি, ঠিক যেন কাঠগোলাপ আর কৃষ্ণচূড়ায় মোড়ানো এক রং। সে আজ নীল পাঞ্জাবি পড়বে, বললো আজ আমার জন্য চমক আছে।

অনিন্দ্য : পূর্ণ, হলো তোমার?
আমি : আসছি।

আমি চাই এবারও অনিন্দ্যই কপালে টিপটা পড়িয়ে দিক, আর খোঁপার ফুলটাও। আমি টিপ হাতে বের হলাম। একি! অবাক হয়ে থমকে গেলাম, যেন প্রকৃতই কোন অনিন্দ্য কিছু দেখছি। তাকে চাপা দাড়িতে কখনো দেখিনি, আমার অনেক পুরোনো ইচ্ছা ছিলো। ভাবিনি এভাবে চমকে দেবে!

মুচকি হেসে হাতটা বাড়িয়ে বললো, চমকে দিলাম? চলো এবার!

আরও পড়তে পারেন….

ইতালী থেকে বৃটেনবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি

করোনা ডায়েরি: কেমন আছে আমার অন্য দেশের বন্ধুরা?

মায়াহারী ।। এইচ এস রাজন

নাজিয়া বিনতে মুস্তাফিজ : কবি ও গল্পকার।

About the author

নরসুন্দা ডটকম