বর্ষার কবিতা

বৃষ্টি বিলাস ।। হাফিজ রহমান

নরসুন্দা ডটকম   জুলাই ২৪, ২০২০
বিলাস

বৃষ্টি বিলাস ।। হাফিজ রহমান

বিকেলটা গড়াতেই পানিভরা মেঘ কী নিকষ কালো!
আমার এই আবদ্ধ জীবন দুর্বিসহ হয়ে বর্ষা নামে
মনের অলিগলি টইটুম্বুর হয় আবেগী জলে,
দমবন্ধ বাতাসে খুঁজি তোমার ঘ্রাণ সন্দ্বীপ চ্যানেলে!

ঝমঝম বৃষ্টি ভেজায় সেই সাদারাত, আষাঢ় পূর্ণিমা
ঢেকে গেলে ঘন জলে তোমার শার্সিতে সবুজ আলো
আমি ছুটে যাই প্রবল তৃষ্ণায় ডাকি, জান-

জান?
করবে নাকি আমার সংসার খানখান?

সংসার ভুলেছি সেইদিন
যেদিন দিয়েছ প্রশ্রয়
সকলকিছু ভুলে কোনকিছুই না মেনে
কখন যে মনটা নিয়েছে আশ্রয়…

পাগলে কী কয়-

যতই পাগল বলে দাও তুমি দূরে ঠেলে
ততই কাছে আসে পিয়াসী হৃদয়।
একটু দেখ না এসে দিনরাত একপেশে
মন তবে কোন কথা কয়!

কী কয়-

বৃষ্টিধোয়া এই মায়াবী জোছনায়
এসো তবে ভিজি দুজনায়।
ভিজে দেখ, জলধোওয়া তোমার এই নিদারুণ রূপ
চাঁদেরেও করে বিদ্রূপ!
তখন আমার এই উদাসী পরান
শুধুই তোমার কথা কয়।

তাহলে কি?-

এসো ভিজি সারারাত বৃষ্টির মোহময় গানে
জীবন তো অদেখা জীবনেই টানে!

এভাবে ডাকো যদি সারাক্ষণ
কত আর বেঁধে রাখি পিয়াসী এ মন!
অপেক্ষা করো তবে বৃষ্টিপ্রহরে
হাঁটবো দুজনে দুজনার হাত ধরে!
গাঁথবো বকুলমালা পড়বো দুজনের গলে
বলবে কলঙ্কিনী, তবু যেন প্রেম সত্য বলে!


আরও পড়তে পারেন……
বৃষ্টির কয়েন ।। অরূপ কিষান
দুটি কবিতা ।। জমাতুল ইসলাম পরাগ

About the author

নরসুন্দা ডটকম