মধুর স্মৃতির নরসুন্দা
মনোহরা নদী
আবর্জনার ভাগাঢ় ফুঁড়ে
জাগতো আবার যদি।
আলতা পরা কিশোরী সে
কিশোরগঞ্জের বুকে
রূপ যৌবন লুপ্ত করে
মরছে ধুকে ধুকে।
বাণিজ্যেতে সুনাম ছিল
ছন্দ তালের ঢেউ
সেই নদীটি হারিয়ে গেল
জানলো না তো কেউ।
নরসুন্দা মুক্ত হবে
জাগাই আশার ফাণুস
জেগে ওঠো সন্তাপেতে
কিশোরগঞ্জের মানুষ।
হারুন আল রশীদ: ছড়াকার ও সংগঠক।
নোট: প্রচ্ছদ স্কেচ সংগ্রহ।