নরসুন্দা ডটকম ডেস্ক:
তাঁর মৃত্যুর পরে কেটে গেছে ৭১ বছর। তবু এখনও মাঝেমাঝেই সংবাদের শিরোনামে উঠে আসেন অ্যাডলফ হিটলার।
বিশেষত নাৎসিদের গোপন ঘাঁটিগুলো নিয়ে কৌতূহল তো এখনও তুঙ্গে! তেমনই এক গোপন ঘাঁটির খোঁজ মিলল এবার উত্তর মেরুর কাছে। আলেক্সান্দ্রা ল্যান্ড অঞ্চলে ঘাঁটিটি বানানো হয়েছিল ১৯৪২ সালে।
তার কয়েকদিন আগেই রাশিয়া আক্রমণ করেছিলেন হিটলার। ১৯৪৪ সালে পরিত্যক্ত হয় এই ঘাঁটি। সেখান থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর গুরুত্বপূর্ণ নথি এবং আরও বহু জিনিসপত্র। এই গোপন ঘাঁটিতে আবহাওয়ার পূর্বাভাসের রিপোর্ট তৈরি করাই ছিল বিজ্ঞানীদের আসল কাজ।
সেই রিপোর্টের উপর ভিত্তি করেই নাৎসিরা সাবমেরিন, যুদ্ধজাহাজ ও সেনা কীভাবে মোতায়েন করা হবে সেই সিদ্ধান্ত নিত।
তবে কারও কারও মত, এই ঘাঁটি তৈরি করা হয়েছিল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রত্নবস্তু সংগ্রহ করে জমা করার জন্য। তবে হিটলার এবং তাঁর ধনসম্পদ নিয়ে অনেক কিংবদন্তিই রয়েছে।
হিটলারের আত্মহত্যার পরে তার বিপুল পরিমাণ ধনসম্পদের খোঁজ পাওয়া যায়নি। অনেকেই বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয় আসন্ন দেখে সারা পৃথিবী জুড়ে অনেক গোপন ঘাঁটিতে ধনসম্পদ লুকিয়ে রেখেছিলেন ‘ফুয়েরার’।
ভেবেছিলেন আত্মগোপন করে ওই ধনসম্পদ নিয়ে লোকচক্ষুর আড়ালে দিন কাটাবেন। তবে সেই পরিকল্পনা সফল হয়নি। আত্মহত্যা করতে হয়েছিল তাকে।
নোট: আজকাল থেকে নেয়া।