কবিতা সাহিত্য

তরুণ কবি তপন’র দুটি কবিতা

নরসুন্দা ডটকম   নভেম্বর ৩০, ২০১৬

পোস্টারে ভালবাসা

বনিবানার দিন শেষ হয়ে গেছে
রাস্তার পাশে ফুটপাতের শিশুটি জেগে উঠেছে
ভালবাসা সব জলের দামে বিক্রি হচ্ছে
নিয়তি আজ পাশকাটিয়ে যাচ্ছে
চায়ের দোকানে রমনীর ঝলসানো পোষ্টার
তাতে শত শত প্রেমিকের আশ্বাস
পাঁচ টাকার চায়ের কাপে চুমুকে
রমনীর পোস্টারে তাকিয়ে থাকা প্রেমিকেরা
ভালবাসা উড়ে যাচ্ছে হাওয়ার বদলে
উড়ে যাচ্ছে ক্ষনিকে ক্ষনিকে
তবুও কমছে না ভিড় সেই চায়ের দোকানে
পকেটে পাঁচ টাকা চুমুকে চুমুকে
রমনীর পোস্টার দেখা।
আহারে ভালবাসা।

ক্ষুধার্ত

আমি ক্ষুধার্ত
অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষাহীন সর্বহারা
কোন এক বন্যায়
ভাসিয়ে নিয়ে গিয়েছিল সব আমার
আমি সর্বশান্ত, অতিক্লান্ত
এক পথিক
তাই দু’হাত বাড়িয়েছি তোমাদের দুয়ারে
আমায় অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা দাও
নয়তো জ্বলে উঠব-
ক্ষুদ্র ক্ষুদ্র আগুন জ্বলছে আমার বুকে
তা যদি জ্বলে উঠে
দেখবো তোমরা আগ্নেয়গিরি
সেখানে ছাড়খার হয়ে যাবে সব তোমাদের
এই মানচিত্র, দেশ সব হয়ে যাবে আমাদের
তোমরা কি জান না
একটি বারুদ থেকে আগুনের সৃষ্টি
আমি বারুদ হয়ে আছি
আমাকে জ্বালিয় না
শেষ হয়ে যাবে তোমাদের সব বিলাসিতা
সব ভোগ করবো আমরা
যারা শ্রমজীবী, সর্বহারা।

 

 

tapon

তপন: তরুণ কবি।

About the author

নরসুন্দা ডটকম

Leave a Comment