নরসুন্দা ডটকম ডেস্ক:
নোট বাতিলের জেরে হয়রানির শিকার সাধারণ মানুষ। আর সেই প্রসঙ্গ তুলে বলা হচ্ছে, এই সিদ্ধান্তের ফলে
আখেরে দেশের ভাল হবে। তাই এই ‘কষ্ট’ যেন মেনে নেয় মানুষ। এমন মত মানতে নারাজ নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।
তাঁর মতে নোট বাতিলের ফলে যে লাভ হবে তার থেকে হয়রানির পরিমান অনেক বেশি। মঙ্গলবার এন ডি টিভি–কে এক সাক্ষাতকারে তিনি বলেছেন, ‘কালো টাকা উদ্ধারে যে কোনও পদক্ষেপকেই সমর্থন করবেন ভারতীয়রা। কিন্তু আমাদের প্রশ্ন করতে হবে, এই পদ্ধতি ঠিক কিনা।’ সেন জানিয়েছেন নগদে কালো টাকার পরিমাণ রয়েছে মাত্র ৬ শতাংশ। কোনওভাবেই তা ১০ শতাংশের বেশি হবে না।
নোট বাতিলের অনেক সমালোচকের মতই অমর্ত্য সেন মনে করেন, ‘আমরা প্রত্যেকেই চাই কালো টাকা উদ্ধারে কিছু পদক্ষেপ। কিন্তু তাতে যেন বুদ্ধিমত্তার ছাপ থাকে। তা যেন মানবিক হয়। এখানে তা চোখে পড়ছে না।’ সূত্র:আজকাল।