দেশ-বিদেশ

বিপাকে রাজীবের হামলাকারী

নরসুন্দা ডটকম   ডিসেম্বর ২১, ২০১৬

।। নরসুন্দা ডটকম ।।

দেশের প্রেসিডেন্ট খুন হয়ে যাবেন ২৬ জানুয়ারির মধ্যে। এমনটা ফেসবুকে লিখেছিলেন শ্রীলঙ্কার নাগরিক এখন পেশায় জ্যোতিষী বিজিত রোহন ওয়াইজিমুনি।

তাঁর আরও একটি পরিচয় অবশ্য আছে। তিনিই সেই সেনাকর্মী যিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ওপর হামলা করেছিলেন। অল্পের জন্য বেঁচে যান রাজীব। ১৯৮৭ সালে শ্রীলঙ্কার সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করতে রাজীব কলম্বো গিয়েছিলেন। তাঁকে গার্ড অব অনার দেওয়ার যে বাহিনী ছিল তাতেই ছিলেন ওয়াইজিমুনি। রাজীব গার্ড অব অনার নিতে নিতে ওয়াইজিমুনির সামনে গেলে তাঁর ওপর পিছন থেকে রাইফেল দিয়ে আঘাত করেন তিনি। কোর্ট মার্শালে দোষী সাব্যস্ত হয়ে জেল খাটেন ওয়াইজিমুনি।

পরে তিনি জ্যোতিষ চর্চা শুরু করেন।ফেসবুক পোস্টের জেরে তাঁর বিরুদ্ধে মামলা রুজু করেছে শ্রীলঙ্কা সরকার। সংসদ এবং সংবাদ মাধ্যম বিষয়ক মন্ত্রী নিমাল বোপাগে বলেছেন, প্রেসিডেন্টের জীবন বিপন্ন। তাই তদন্ত শুরু হয়েছে।

About the author

নরসুন্দা ডটকম

Leave a Comment