।। নরসুন্দা ডটকম ডেস্ক।।
মার্কিন বিমানবন্দরে বর্ণ বিদ্বেষের শিকার হয়েছিলেন তিনিও!
‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে জানালেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি জানিয়েছেন, ‘আমেরিকার একটি বিমানবন্দরে প্রথম শ্রেণীর যাত্রীদের লাউঞ্জে বসেছিলাম। সেখানে বিমানবন্দরের এক কর্মী আমার সঙ্গে দুর্ব্যবহার করে। খুব খারাপভাবে কথা বলছিল। আমিও ছাড়িনি। সাফ জানিয়ে দিই, বৈধ পাসপোর্ট নিয়েই প্রথম শ্রেণীতে যাত্রা করছি। তখন অবশ্য ক্ষমা চাইতে বাধ্য হয়।’
হলিউডে কাজ করতে ইচ্ছুক বলিউড তারকাদেরও সতর্ক করে দিয়েছেন প্রিয়াঙ্কা। তাঁর মতে, চরিত্র নির্বাচন নিয়ে সতর্ক না হলে বিপদে পড়তে হবে। তবে স্টুডিও এবং প্রযোজকদের সঙ্গে কাজ করতে তাঁর কোনও অসুবিধা হয়নি বলে জানিয়েছেন তিনি। ‘কোয়ান্টিকো’–র দৌলতে বেভারলি হিলসে এখন পরিচিত মুখ প্রিয়াঙ্কা। বলিউডে ছবির কাজ বন্ধ রেখেছেন। তবে আগামী বছর দু’–দু’টি হিন্দি ছবিতে অভিনয় করছেন তিনি। । অাজকাল।