ফিচার

‘ব্র্যাকাথন’-এর রেজিস্ট্রেশন শুরু

নরসুন্দা ডটকম   জানুয়ারি ৯, ২০১৭

।। নরসুন্দা ডটকম ডেস্ক ।।

সামাজিক সমস্যা দূরীকরণ ও উন্নয়নের লক্ষ্যে ব্র্যাকের আয়োজনে মোবাইল অ্যাপ্লিকেশন তৈরির প্রতিযোগিতা ‘ব্র্যাকাথন’-এর রেজিস্ট্রেশন আজ শুরু হয়েছে। দ্বিতীয় বছরের মতো শুরু হওয়া প্রতিযোগিতার এবারের স্লোগান ‘কোড ফর বাংলাদেশ’।

আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত এ প্রতিযোগিতার রেজিস্ট্রেশন চলবে।

বাছাইকৃত প্রতিযোগীদের নিয়ে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ৩৬ ঘণ্টাব্যাপী প্রতিযোগিতাটি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। পরে বিজয়ীদেরকে নিজ নিজ অ্যাপ উন্নয়নের জন্য ৬ মাস মেয়াদী সহায়তা, পরামর্শ ও ৫ হাজার ডলার পর্যন্ত আর্থিক অনুদান দেয়া হবে। এই অ্যাপগুলো পরবর্তীতে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে প্রয়োগ করা হবে।

জেমস পি গ্র্যান্ট স্কুল অফ পাবলিক হেলথ, প্ল্যান ইন্টারন্যাশনাল, বিডিনিউজ ২৪ ডট কম, বিটস এবং ব্র্যাক নেট যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে।

আগ্রহী আবেদনকারীরা bracathon.brac.net ওয়েবসাইটে গিয়ে বাংলাদেশের যে কোন কোডার এই প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করতে পারবেন। সূত্র: বাসস।

About the author

নরসুন্দা ডটকম

Leave a Comment