।। নরসুন্দা ডটকম ডেস্ক ।।
সব জল্পনার অবসান হলো। বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্টটা বিরাট কোহলিরা খেলবেন হায়দরাবাদেই।
হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সচিব কে জন মনোজ নিজেই একথা জানালেন।
তিনি বলেন, ‘হায়দরাবাদ ক্রিকেট সংস্থা একবারও বলেনি টেস্টটা আয়োজন করতে পারবে না। ম্যাচ আয়োজনের জন্য টেন্ডার ডাকা হয়েছে। টিসিএমের সঙ্গে দু–একদিনের মধ্যে চুক্তিও হয়ে যাবে। তাই বলতে পারব না কারা এই গুজব ছড়াল।’
আর্থিক কারণে ম্যাচ বাতিল যে হচ্ছে না তা পরিস্কার করে দিয়েছেন কে জন মনোজ।
তিনি আরো বললেন, ‘প্রতিটা রাজ্য সংস্থাকেই সুপ্রিম কোর্টের ছাড়পত্র পেতে হবে। একবার ছাড়পত্র এসে গেলে টাকার সমস্যাও হবে না। ইংল্যান্ডের বিরুদ্ধে একটাও টেস্ট বন্ধ হয়নি। আমাদেরও আর্থিক সমস্যা হবে না।’
১৩ ফেব্রুয়ারি শুরু হবে ভারত–বাংলাদেশ টেস্ট। একমাত্র টেস্ট খেলতে কয়েকদিন আগেই ভারতে যাবেন মাশরাফির দল।
ওখানে তিন দিনের প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। সেই ম্যাচ আয়োজনেও সমস্যা নেই হায়দরাবাদ ক্রিকেট সংস্থার। সচিব কে জন মনোজ বললেন, ‘প্রস্তুতি ম্যাচের জন্যও অর্থের সমস্যা হবে না। আসলে বোর্ড কর্তারা সরে যাওয়াতেই এমন গুজব উঠেছে।’ আজকাল।