দেশ-বিদেশ

কবি শ্রীজাতের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী

নরসুন্দা ডটকম   মার্চ ২৩, ২০১৭

কলকাতায় কবিতা-বিতর্কে শ্রীজাতের পাশে দাঁড়ালেন সয়ং মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার এবিপি আনন্দের স্টুডিওয়ে এসে মুখ্যমন্ত্রী মমতা বলেন, শ্রীজাতের কিছুই হবে না। ভয় পাওয়ার কোনও কারণ নেই। আমি নিজে এটা দেখব।

রবিবার রাতে ফেসবুকে নিজের ওয়ালে ‘অভিশাপ’ নামে একটি কবিতা পোস্ট করেন কবি শ্রীজাত। তাঁর কবিতার শব্দচয়ন ভাবাবেগে আঘাত করেছে, এই মর্মে শিলিগুড়ি কমিশনারেটের সাইবার সেলে একটি অভিযোগ দায়ের করেন হিন্দু সংহতি নামে একটি সংগঠনের সদস্য অর্ণব সরকার।

কবি শ্রীজাত ও তাঁর লেখা কবিতা।

কবি শ্রীজাত ও তাঁর লেখা কবিতা।

মঙ্গলবার পুলিশ সূত্রে জানা যায়, শ্রীজাতর বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগে তারা কোনও সারবত্তা খুঁজে পায়নি। তাই এর প্রেক্ষিতে কোনও মামলাও রুজু হচ্ছে না। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কবির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে পুলিশ!

এ প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন, যেখানে সেখানে দাঙ্গা ছড়ানোর চেষ্টা হলে পুলিশ ব্যবস্থা নেবে। কিন্তু এক জন একটা কবিতা লিখেছেন বলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এটা কখনও হবে না। আমি শ্রীজাত নিয়ে পুলিশকে অবিলম্বে রিপোর্ট দিতে বলেছি।

আপরদিকে কবি শ্রীজাত অভিযোগ করেছেন, ফেসবুক-সহ একাধিক সোশাল নেটওয়ার্কিং সাইটে তাঁকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে।

About the author

নরসুন্দা ডটকম

Leave a Comment