সোশ্যাল মিডিয়া

আমাদের ১০ ভাবনা

নরসুন্দা ডটকম   সেপ্টেম্বর ২৮, ২০১৭

।। খালেদ মুহিউদ্দীন ।।

আমাদের ১০ ভাবনা

১. রোহিঙ্গাদের থাকতে দেওয়া কি সঠিক হলো?
২. বার্মার বিরুদ্ধে কি যুদ্ধ ঘোষণা করা উচিত?
৩. সুলতান সুলেমান একজন মাত্র স্ত্রীর কথা শুনে শাহজাদা মোস্তফার ফাঁসি দিয়ে দিলেন?
৪. মুশফিক টসে জিতে কেন ফিল্ডিং নিলেন?
৫. আধা ঘণ্টার বৃষ্টিতে ঢাকা ডুবে যায় কেন?
৬. উল্টাপথে গাড়ি গেলে শাস্তি কার হওয়া উচিত? চালকের না মালিকের?
৭. নির্বাচন হবে? কেমনে হবে?
৮. চোখের সামনে তরুণ প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে, অবক্ষয় আর অবক্ষয়!
৯. সবাই দুর্নীতি করছে, আমার কিছু করার নেই।
১০. যে করেই হোক আমার সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে হবে।

আমাদের আর কী কী ভাবা উচিত?

খালেদ মুহিউদ্দীন: দেশবরেণ্য সাংবাদিক ও টকশো উপস্থাপক।

লেখাটি তাঁর ফেসবুক ওয়াল থেকে নেয়া হয়েছে।

 

About the author

নরসুন্দা ডটকম