ফিচার

এবার পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেলেন তিন মার্কিন বিজ্ঞানী

নরসুন্দা ডটকম   অক্টোবর ৪, ২০১৭

রেইনার ওয়াইস, ব্যারি সি ব্যারিশ ও কিপ এস থর্ন অ্যালবার্ট আইনস্টাইনের ভবিষ্যদ্বাণীকৃত মাধ্যাকর্ষণ তরঙ্গ পর্যবেক্ষণ করার জন্য পদার্থবিদ্যায় ২০১৭ সালের নোবেল পুরস্কার পেলেন৷

ব্যারি ব্যারিশ, কিপ থর্ন ও রেইনার ওয়াইসের এই আবিষ্কার ‘বিশ্বকে চমৎকৃত করেছে,’ বলে সুইডেনের রয়্যাল অ্যাকাডেমি অফ সায়েন্সেস-এর প্রধান গোরান কে হানসন মন্তব্য করেছেন৷

তিন বিজ্ঞানী ‘লিগো’ বা ‘লেজার ইন্টারফেরোমিটার গ্র্যাভিটেশনাল ওয়েভ অবজারভেটরি’ প্রকল্পে বিশেষ অবদান রাখেন৷ পুরস্কারের অর্ধেক পাচ্ছেন ওয়াইস; ব্যারিশ ও থর্ন মিলে অবশিষ্ট অর্ধেক৷

একশ’ বছর আগে আইনস্টাইন তাঁর ‘জেনারেল থিওরি অফ রিলেটিভিটি’র অঙ্গ হিসেবে মাধ্যাকর্ষণ তরঙ্গের অস্তিত্বের সম্ভাবনার কথা বলেন৷ সেই মাধ্যাকর্ষণ তরঙ্গের চূড়ান্ত হদিশ পাওয়া যায় মাত্র দু’বছর আগে, ২০১৫ সালে৷

অ্যাকাডেমির প্রেস বিবৃতিতে বলা হয়েছে, এই তিন বিজ্ঞানী ‘‘প্রকল্পটি সম্পূর্ণ করার মাধ্যমে নিশ্চিত করেন যে, চার দশকের প্রচেষ্টার পর অবশেষে মাধ্যাকর্ষণ তরঙ্গ পর্যবেক্ষণ করা সম্ভব হয়েছে৷”

নোবেল পুরস্কার লাভের কথা জানার অব্যবহিত পরে রেইনার ওয়াইস বলেন, ‘‘এটা সত্যিই দারুণ৷”

পুরস্কার জয়ের খবর পেয়ে অভিভূত ব্যারিশ বলেন, নোবেল অ্যাকাডেমির এই ঘোষণা ‘‘আইনস্টাইনের জন্য একটি জয় এবং একটি বিরাট জয়৷” সূত্র: ডয়েচে ভেলে।

About the author

নরসুন্দা ডটকম