ফিচার

ডাক্তার হওয়াই লক্ষ্য হরিয়ানার মেয়ে মিস ওয়ার্ল্ড মানুষী ছিল্লরের

নরসুন্দা ডটকম   নভেম্বর ১৯, ২০১৭

সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার পর মানুষী ছিল্লর। ১৭ বছর বাদে ফের ভারতের মেয়ে হলেন বিশ্বসুন্দরী। দিল্লির মানুষী মিস ওয়ার্ল্ড ২০১৭ খেতাব জিতলেন। ২০০০ সালে শেষবার ভারতীয় হিসাবে মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন প্রিয়ঙ্কা। আজ চিনের সানায়া সিটি এরিনায় বিশ্বের ১২১ জন সুন্দরীকে হারিয়ে মিস ওয়ার্ল্ডের খেতাব জিতে নিলেন মানুষী।

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার প্রথম পাঁচে ওঠার আগে মানুষীকে প্রশ্ন করা হয়েছিল, কোন পেশার জন্য সর্বোচ্চ বেতন দেওয়া উচিত বলে তিনি মনে করেন? উত্তরে ভারত-সুন্দরী বলেন, ‘আমার মা সবচেয়ে বড় অনুপ্রেরণা। তাই আমি বলব, মায়ের কাজের জন্যই সবচেয়ে বেশি বেতন প্রাপ্য। শুধু টাকাই নয়, সম্মান ও ভালবাসাও পাওয়া উচিত মায়ের।’

১৯৯৭ সালের ১৪ মে হরিয়ানায় জন্ম মানুষীর। তাঁর বাবা এবং মা দু’জনেই চিকিৎসক। বাবা মিত্র বসু ছিল্লর ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(ডিআরডিও)-র এক জন বিজ্ঞানী এবং মা নীলম ছিল্লার ইনস্টিটিউট অব হিউম্যান বিহেভিয়র অ্যান্ড অ্যালাইড সায়েন্সের নিউরোকেমিস্ট্রি বিভাগের প্রধান।  

মিস ওয়ার্ল্ড খেতাব জিতলেন মানুষী ছিল্লর

ছোট থেকেই পড়াশোনায় তুখোড় মানুষী। দিল্লির সেন্ট টমাস স্কুলে তাঁর পড়াশোনা শুরু। দ্বাদশ শ্রেণিতে খুব ভাল ফল করে বর্তমানে সোনিপতে ভগতফুল সিংহ সরকারি মেডিক্যাল কলেজে (মহিলা) ডাক্তারি পড়ছেন তিনি।

জানেন, কুচিপুরী নাচেও পারদর্শী মানুষী? জনপ্রিয় নৃত্যশিল্পী রাজা রেড্ডি, রাধা রেড্ডি এবং কৌশল্যা রেড্ডির কাছে নাচের তালিম নিয়েছেন তিনি। ন্যাশনাল স্কুল অব ড্রামাতেও পড়াশোনা করেছেন মানুষী। 

চিকিৎসক হওয়ার পাশাপাশি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি। ‘পিপসল চয়েস অ্যান্ড মাল্টিমিডিয়া কম্পিটিশন’-এ সেমিফাইনালিস্টের আসন জেতেন তিনি।

২০১৭ সালের ২৫ জুন ‘ফেমিনা মিস ইন্ডিয়া’-র মঞ্চে হরিয়ানার হয়ে প্রতিনিধিত্ব করেন। সেখানে ‘মিস ফটোজেনিক’ এবং ‘মিস ইন্ডিয়া’-র খেতাব জিতে নেন।

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার অংশ হিসেবে একটি প্রজেক্টে অংশ নেন মানুষী। তাঁর লক্ষ্য ছিল মেনস্ট্রুয়াল সাইকেল বা ঋতুচক্র নিয়ে মেয়েদের মধ্যে সচেতনতার প্রসার ঘটানো। এই প্রজেক্টের জন্য ২০টি গ্রামের প্রায় পাঁচ হাজার মহিলার সঙ্গে কথা বলেছিলেন তিনি। 

বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার আগে কঠোর অধ্যবসায় এবং অনুশীলন করেছিলেন মানুষী। সেই কারণে এক বছর পড়াশোনাতেও ইতি দিতে হয়েছে তাঁকে।

About the author

নরসুন্দা ডটকম