সাহিত্য ডেস্কঃ
‘ফিরে এসো’
-তাপস চক্রবর্তী
দধিচীর মর্জায় বজ্রের ইতিকথা
দুইশত আট মেঘের ঠিকানায়-
হারানো ব্যথারা জাগে ইদানিং
কবিতার কথায়।
এবার লিখবো চিঠি-
ফিরে এসো প্রিয়তমা
এসো বুকের ছায়ায়।
উর্মিলা হয়ে নয় শৈবিক মন্ত্রণায়
হিমালয় ছুঁয়ে চৈনিক সীমানায়
কাঁটাতার উপড়ে ফেলি-
সাম্যের চেতনায়।
এবার লিখবো চিঠি-
ফিরে এসো প্রিয়তমা
এসো তমালের ছায়ায়।