সাহিত্য ডেস্কঃ
‘স্বর্ণলতার মতো ভালোবাসা’
–জান্নাতুল বাকী
মাঝে মাঝে নিজেকে,
স্বর্ণলতার মতো মনে হয়।
এ পরগাছা অন্য গাছের উপর নির্ভর করে বাঁচে।
আমিও তোমার ভালোবাসার উপর নির্ভর করে বাঁচি।
তোমার জীবনে জালের মতো জড়িয়ে আছি,
তুমি ইচ্ছে করেও ছাড়াতে পারছো না।
অন্য কাউকে স্থান দিতে পারছোনা।
আমি কি করবো বলো?
আমাকে ক্ষমা করো।
তোমাকে দখল করেছি বলে।
তোমার প্রতি আমার ভালোবাসা!
সেতো স্বর্গ থেকে আসা।
আর তাই আমিও সরে যেতে পারছিনা।
তোমার মরণ মানে আমারও মরণ।
অন্য প্রিয়জন রূপি বাতাস এসে আমাকে,
তোমার থেকে সরাতে চায়।
তখন আমি আরো বেশি করে তোমাকে জাপটে ধরি।
যেন তোমার থেকে সরে না পড়ি।
স্বর্ণলতা যেমন শত ঝড় ঝক্কিতেও,
গাছকে ছেড়ে যায়না,
তেমনি তোমার দেয়া শত দুঃখ,
অপমানেও আমি তোমাকে ছেড়ে যাইনা।
আমি তোমাকে স্বর্ণলতার মতোই ভালোবাসি।