কবিতা সাহিত্য

কবি কোজাগরীর কবিতার ডায়েরি থেকেঃ ‘কালকেউটের সুড়ঙ্গ পথ’

Md. Sohel Ahmed Khan   মার্চ ২১, ২০১৮

সাহিত্য ডেস্কঃ

কালকেউটের সুড়ঙ্গ পথ

-কোজাগরী

মালদা, পশ্চিমবঙ্গ, ভারত।

———————————

 

অনেকটা সময় ধরে হাঁটতে হাঁটতে……..

যে পথে কখনো আলো জ্বলবে না।

যে পথে রজনীগন্ধার বদলে

উপেক্ষা ছুঁড়ে দেবে রাত্রি;

সময়ের স্রোতে গোলাপ ভালোবেসে।

এক গুচ্ছ মাকড়শার জালে আষ্টেপৃষ্ঠে

শূন্যের উপর রেখে যাবে পুরু পুরু ধুলোমেঘ।

যে পথে হাজার হাজার আর্তচিৎকারে

হারিয়ে যাবে বিষন্ন কিছু মুখ ;

কেউ দেখবে না ;

কেউ শুনবে না তাদের সংলাপ।

এক ঝাঁক মেঘের মতো স্মৃতি –

ঘৃণার আতর ছুঁয়ে বিষ পান শেষেও

শাশ্বত হবে এক দিব্যজ্যোতি

আমৃত্য শিহরণ কালকেউটের সুড়ঙ্গ পথে…….

About the author

Md. Sohel Ahmed Khan