সাহিত্য ডেস্কঃ
‘সময়ের স্রোতে’
-শামীম ফাতেমা মুন্নী
সময় যেন হঠাৎ থমকে যায়!
স্তব্ধ, নির্বাক আমি এক রুঢ় বাস্তবের আয়নায়!
কয়েকটা প্রশ্ন শুধু আপনছায়ার
উত্তর তার গিয়েছি ভুলে সে কবেই!
দ্বিধান্বিত আমাকে টুকরো টুকরো করে
ভাঙা-গড়ার খেলায় মাতে রক্তাক্ত মনের আকাশ।
কতদিন!! বহুদিন পর আবারো…
সে প্রশ্নের মুখোমুখি আত্মা,
কেন? জানা নেই আমার!
নতুন জীবনের জনমে কেন যুগল জীবনে
ভাঙনের শব্দ প্রতিনিয়ত ??
ভেঙ্গে-চুরে সরে গিয়ে আবারো
দুজনার দুদিকে নতুন সূর্যের হাতছানি,
প্রজন্ম জন্মায় একের পর এক।
নীরবতা জন্ম দেয় উত্তরহীন প্রশ্নের,
জন্মের গরলপানে বিষাক্ত যে জীবন
আজো পিছু ছাড়েনি তার রেশ,
কষ্টের কফিনে পেরেক ঠুকতে ঠুকতে
জীবনের পর জীবন পেরিয়ে যায়,
তবু কষ্টের তারল্য উতরিয়ে পড়ে আজো
স্বাদহীন লবণাক্ত হয়ে নিঃশব্দে
শুধু কিছু প্রশ্নের মুখোমুখি হয়ে।
মন জানে, জানুক ক্ষতি নেই !
তবু উচ্চারণে সংকোচ ঘিরে ধরে,
পাছে জীবনযাত্রায় ব্যাঘাত ঘটে কতোটা প্রাণের।
ব্যথার ঘূর্ণিবার্তার ঘূর্ণনে,দুর্বোধ্য,ক্লান্ত নিস্পলক চাহনিতে
নিস্পাপ সেই প্রশ্ন উত্তর খুজে নেয় নীরবে নিজেই
বলে ওঠে,’তুমি অনেক দূরের কেউ,তাই না! ‘
সম্মতি দিই,’তোদের তো কাছের –
বুক জুড়ে থাক তোরা,বড় ভালেবাসি! ‘
জঠরে ধরেছি যখন-
এ পৃথিবী পার হওয়ার একমুহূর্ত আগে ও
যাবোনা ছেড়ে পরাণরে,
এ যন্ত্রণায় দগ্ধ হতে দেবোনা কিছুতেই,
প্রতিশ্রুতিবদ্ধ বিবেকের কাছে-
রবের প্রার্থনায় সিজদার মাঝে….।