সাহিত্য ডেস্কঃ
ভালোবাসি
-আবিদা সুলতানা
ভালোবাসি ঐ নীল আকাশকে
যে আকাশের দিকে তাকিয়ে মনে কষ্ট নিয়ে
আনন্দে উদ্বেলিত হওয়া যায়।
সে আকাশের দিকে তাকিয়ে আঘাতগুলোকে
সুখ মনে হয়।
ভালোবাসি আমি সবুজ শ্যামল প্রকৃতিকে
যে প্রকৃতি এখনো নিজেকে চিনতে শেখায়।
সে প্রকৃতির সবুজ শ্যামল মধুর সুবাস মাখিয়ে
নিজের অতিতকে ভুলে থাকা যায়।
আমি ভালোবাসি ঐ বাকা চাঁদকে
যে চাঁদের মায়াবী আলো মন কেড়ে নেয়
দুঃখের পাহাড় সরিয়ে।
যে চাঁদের পরস ক্ষত বিক্ষত মনকে
শান্ত্বনা জোগায়।
আমি ভালোবাসি ঐ নিঃষ্পাপ সুন্দর শিশুকে
যে শিশুর কোমল সুরেলা কন্ঠের মা ডাকে
আমার কান্না স্তব্ধ হয়ে যায়।
ভালোবাসি অন্ধকারকে
যে অন্ধকারে আহত মন অনায়াসেই লুকিয়ে রাখা যায়
যেখানে বন্ধ করে রাখতে পারি নিজেকে অনন্তকাল
আমি ভালোবাসি সেই অন্ধ ভালোবাসাকেই…………..