গল্প সাহিত্য

কবি ও গল্পকার তাপস চক্রবর্তীর রম্যপ্রবন্ধ

Md. Sohel Ahmed Khan   মার্চ ৩০, ২০১৮

সাহিত্য ডেস্কঃ

কিছু বেহেল্লাপনা ও কতিপয় সাধু সঙ্গ

-তাপস চক্রবর্তী

রঙ্গে রঙ্গে শৈল্পিক কলায় মধু পেয় লেখকগণ উপস্থিত হইয়া পঞ্চদিবস পার করিলেন পুস্তিকার সঙ্গমে। বাহ কি আনন্দে লেখকগন পুস্তিকা ফেরি করিয়া-অটোগ্রাফ দিয়া ব্যস্ত সময় অতিক্রান্ত করিতে ব্যতিব্যস্ত অন্যপ্রান্তে কতিপয় লেখক সুলেখক হইতে সমুদ্রমন্থনে ব্যস্ত। তাহা দেখিতে দদেখিতে আমি এক অখাদ্য নাটক লেখক বিস্মিত হইলাম এও ভাবিয়া লইলাম লেখক হইতে তৈলাক্ত বাঁশের গল্পটা ফাঁদিয়া দিলে আজকাল মন্দ হয় না।

কিম্বা সেই পঞ্চদিবস লইয়া একখানা উপন্যাস অনায়াসে দাঁড়াইয়া যাইবে-ভাবছি আগামী পুস্তিকা মেলায় সেই পুস্তিকা প্রকাশ করিয়া ফেরি করিবো।

আয়োজক কে বা কাহারা তাহা আলোচ্য নহে এমন সুন্দর সৃজনে মননে উদ্বেলিত পুস্তিকার সুমদ্রস্নান বার বার অবগাহন করিতে মন চাই। (চলবে)

About the author

Md. Sohel Ahmed Khan