খেলাধুলা

২১ তম কমনওয়েলথ গেমস শেষ হচ্ছে আগামীকাল

নরসুন্দা ডটকম   এপ্রিল ১৪, ২০১৮
কমনওয়েলথ গেমস

কেমন হবে  কমনওয়েলথ গেমসের সমাপনী অনুষ্ঠান? মিলিয়ন ডলারের প্রশ্ন। চোখ ধাঁধানো উদ্বোধনীর পর একুশতম কমনওয়েলথ গেমসের সমাপনী অনুষ্ঠান ঘিরে প্রত্যাশা যেন একটু বেড়ে গেছে। মাঝখানে আর মাত্র একটা দিন। পদক লড়াইয়ের উত্তাপও শেষ হওয়ার পথে। এবার বিদায় জানানোর পালা। কারারা স্টেডিয়ামে আগামীকাল রোববার গোল্ড কোস্ট গেমসের এক জমকালো সমাপনীরই আভাস দিচ্ছে আয়োজকরা।

গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে উদ্যোক্তারা জানালেন, উদ্বোধনীর মতো সমাপনীর জৌলুস কিছু কম হবে না। আর এর মধ্য দিয়ে সমাপ্ত হবে মাঠে-ময়দানে ১১ দিনের জমজমাট পদক লড়াইয়ের এ ক্রীড়াযজ্ঞ।

কমনওয়েলথভুক্ত ৭১ দেশের সাড়ে চার হাজারের বেশি ক্রীড়াবিদ গত ক’দিনে লড়াই করেছেন ২৭৫টি স্বর্ণপদক জয়ের জন্য। মাঠের প্রতিযোগিতা শেষ। সময় হয়েছে উৎসবের আমেজে সবাইকে বিদায় জানানোর। বিদায়ের উৎসব, তাই কিছু বিরহী সুরও যেন বাজতে শুরু করেছে শহরজুড়ে।

জানা গেছে, এরই মধ্যে সমাপনী অনুষ্ঠানে টিকিট পাওয়া দুরূহ হয়ে উঠেছে। আর তাতেই বোঝা যায়, কেমন উপচেপড়া ভিড় জমতে যাচ্ছে কারারায়। এমনিতে কারারা স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ২৭ হাজার ৪০০ জন। গেমস উপলক্ষে তা ৩৫ হাজারে উন্নীত করা হয়েছে। অনুষ্ঠান উপভোগের জন্য টিকিটের চাহিদা সম্ভবত এর দ্বিগুণেরও বেশি।

বোঝাই যাচ্ছে, উদ্বোধনের মতো সমাপনীতেও গোল্ড কোস্টের সব পথ গিয়ে মিলে যাবে কারারায়। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে এ অনুষ্ঠান। উদ্বোধনী যথেষ্ট দীর্ঘ সময়ের হওয়ায় সমাপনীর পরিসরও খুব একটা কম হবে বলে মনে হচ্ছে না। চার বছর পর অর্থাৎ ২০২২ সালের স্বাগতিক বার্মিংহামের হাতে গেমসের পতাকা তুলে দিয়ে পর্দা নামবে গোল্ড কোস্ট গেমসের।

কমনওয়েলথ গেমসের সমাপনীতে উপস্থিত থাকবেন কুইন্সল্যান্ড স্টেটের প্রিমিয়ার আনাস্তাসিয়া পালাসজাক। উদ্বোধনীতে তাকে বক্তব্য দিতে না ডাকায় এখানকার মানুষ মনক্ষুণ্ন হয়েছিলেন। স্থানীয় একটি সংবাদমাধ্যম থেকে জানা গেছে, উদ্বোধন অনুষ্ঠানে একটু বেশি গুরুত্ব পেয়ে অস্ট্রেলিয়া ইতিহাস, ঐতিহ্যের উপস্থাপনা। সমাপনীতে দর্শকদের একটু ঝাঁকুনি দিতে অস্ট্রেলিয়ার পপ তারকাদের সমাবেশ ঘটানো হচ্ছে। তাদের মধ্যে রয়েছেন গাই সেবাস্তিয়ান, সামান্থা জেড আর ভেরোনিকার মতো আরও কিছু জনপ্রিয় নাম।

উদ্বোধনে চমক জাগিয়েছিল মিগালো নামের সাদা তিমি। সমাপনীর অভিনবত্ব দেখার জন্য কাল সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। তবে সব মিলিয়ে গোল্ড কোস্ট গেমস স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের জন্য। গতকাল শুক্রবার পর্যন্ত এবারের আসর থেকে শুটিংয়ে দুটি রৌপ্যপদক জিতেছে বাংলাদেশ। পদক দুটি জেতেন আবদুল্লাহ হেল বাকী ও শাকিল আহমেদ।

About the author

নরসুন্দা ডটকম