সাহিত্য ডেস্কঃ
“ওহে যুবক”
-ইভা আলমাস
ওহে যুবক ,
কোথায় তুমি
সবল হাতে কিসের নেশা
কোন অভিমান নিয়ে তুমি
করছো বরণ মরণ তৃষা
নীল বিষেরই যন্ত্রণাতে
স্বপ্ন তোমার হারায় দিশা ।
ফিরে দেখো ভাতের থালায়
কাঁদছে মা আজ চুপিসারে
ভাতের গ্রাসে তোমার ছায়া
মায়ের বুকের হাহাকারে
তোমার প্রিয়া ডাকছে তোমায়
স্বপ্ন নিয়ে দু’চোখ ভরে ।
কবিতা আর প্রিয়ার প্রেমে
দেশের কথার আওয়াজ তোল
নীল নেশা আর নীল ভাবনা
আজ কি তোমায় পথ ভোলালো?
ফিরে এসো ওহে যুবক
ঘুচাও তোমরা দেশের কালো ।
তুমি না এক বায়ান্নতে
মায়ের ভাষার জন্ম দিলে
‘৬৯’র গণ অভ্যুত্থানে
তাজা বুকের রক্ত ঢেলে
আসাদের ওই সার্টটি নিয়ে
স্বাধীনতার দীপ জ্বালালে !
আজ কী হলো হঠাৎ করে
নীল ছবি আর নীল নেশাতে
কীসের জ্বালায় নীল যাতনায়
মুখ থুবড়ে রইলে পড়ে
কান পাতলেই শুনতে পাবে
স্বদেশ মায়ের ডাক আদুরে ।
ফিরে এসো ফিরে এসো
ফিরে এসো যুবক তুমি
তোমার পানেই গভীর আশায়
ডাকছে তোমায় স্বদেশভূমি
দিন বদলের দিন এসেছে
চেয়ে দেখো অভিমানী ।
কার সাথে এই আত্মাভিমান
কার কারণে ডুবলে নেশায়
তোমায় নিয়ে স্বপ্ন সবার
তোমরা দেশের সব ভাবনায়
যুব সমাজ তোমরা ই সব
মূল হাতিয়ার এদেশ গড়ায়…