শিল্প- সংস্কৃতি

বিদেশ যাওয়ার অনুমতি পেলেন সুপারস্টার সালমান খান

নরসুন্দা ডটকম   এপ্রিল ১৮, ২০১৮
সালমান খান

সালমানের দাখিল করা পিটিশনের ওপর শুনানি শেষে যোধপুর আদালত তাঁর রায় জানিয়েছেন। রায়ে আদালত বৈধভাবেই সালমান খানকে বিদেশ ভ্রমণের অনুমতি প্রদান করেছেন।

মঙ্গলবার সকালে বিদেশে ভ্রমণের অনুমতি দিয়েছেন যোধপুর জেলা ও সেশন আদালত। ২৫ মে থেকে ১০ জুলাই পর্যন্ত কানাডা, নেপাল ও যুক্তরাষ্ট্র ভ্রমণ করবেন সালমান। তবে সালমান কেন এসব দেশ ভ্রমণ করবেন তা আবেদনে উল্লেখ করেননি।

১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় গত ৫ এপ্রিল ৫ বছরের জেল হওয়ার আগে রেম্যু ডি সুজার পরিচালনায় ‘রেস থ্রি’ ছবির কাজ করছিলেন সালমান। ৪৮ ঘণ্টা কারাবন্দী থাকার পর জামিন পেলেও পরবর্তী শুনানির আগে সালমানের ভারতের বাইরে যাওয়ার ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সে নিষেধাজ্ঞার বিরুদ্ধে সালমান আপিল করেন।

গতকাল সোমবার থেকে আলী আব্বাস জাফরের পরিচালনায় মুম্বাইয়ে ‘ভারত’ ছবির শ্যুটিং শুরু করেছেন সালমান। এতে সালমানের নায়িকা হিসেবে বহুদিন পর বলিউডে প্রত্যাবর্তন ঘটছে প্রিয়াঙ্কা চোপড়ার।

চলতি বছরের পুরোটাই ব্যস্ত সময় কাটবে সালমানের। ‘রেস থ্রি’ ও ‘ভারত’ এর পাশাপাশি এ বছর ‘কিক টু’ ও ‘দাবাং থ্রি’র ছবির কাজও হাতে নিয়েছেন সালমান।

About the author

নরসুন্দা ডটকম