কবিতা সাহিত্য

কবি আবিদা সুলতানার কবিতার ডায়েরি থেকেঃ “আশার তরি”

Md. Sohel Ahmed Khan   এপ্রিল ২১, ২০১৮

সাহিত্য ডেস্কঃ

“আশার তরি”

-আবিদা সুলতানা

 

জীবন্ত লাশ হয়ে আছি বেঁচে

আসবে উঠোনে ডাকবে আমায় ঐ সুরেতে

রই যে আমি  দু’কান পেতে তাই।

গোপন পথে যাবো যে ছুঁটে

ঐ আঁধারের সবুজ ঘাসে।

উতলা বাতাসে লাগলো ছোঁয়া

স্বপ্নের দোলায় দুলছে হাওয়া

বসন্ত মনের বসন্তকুমার।

আকাশ চিরে বজ্র নামে

দুঃখের বিদায় ঘন্টা বাজে।

ডাকবে ওগো আমায় কবে

কখন যে যাই ছুটে ঐ তেপান্তরে।

চোখে আমার আশার আলো

অপেক্ষা তুমি বাসবে ভালো

সওদা নয় মোর এ ভালোবাসা।

তোমার পানে রাত কেটে যায়

থাকবো আমি তোমারই আশায়

ইশারাতে ডাকবে যে হায়

সেই প্রভাতে মিলন মেলায়

সাজবো তোমার মনের মাঝে

নতুন ভাবে নতুন সাজে।

দেখবে ওগো নয়ন ভরে

দিন গুনে যাই আশার তরে

ভাবনায় আছি গভীর ভাবে।

দিন বয়ে যায়, যায় যে সময়

ঘাসের ডগায় শিশির নামে

আসবো আমি নুপুর পড়ে

নুপুর পায়ের শব্দ পেয়ে

রাঙা প্রভাতে জাগবে গো তুমি

আপন মেলায় কুসুম কলি।

ঐ শোনা যায় সুরের ভেলা

কোন সুরেতে ডাকছো আমায়

ভালোবাসার লাগলো ছোঁয়া

বুকের কাঁপন যায় থেমে যায়

উজান ভাঁটায় প্রেমের আসে

নতুন প্রেমে মনের মাঝে

দ্বার খুলে যায় তোমার আশায়।

About the author

Md. Sohel Ahmed Khan