কবিতা সাহিত্য

কবি তাপস চক্রবর্তীর কবিতার ডায়েরি থেকে

Md. Sohel Ahmed Khan   এপ্রিল ৩০, ২০১৮

সাহিত্য ডেস্কঃ

শুভমের জন্য কবিতা ১

-তাপস চক্রবর্তী

 

শুভম-প্রিয় আমার।

তুই ভালো আছিস জেনে-ই বড্ড সাহস করে-

হুইস্কি ছেড়ে আজ পারদ ঠোঁটে নিলাম।

শুভম-প্রিয় আমার।

তুই ভুলে গেছিস বলে-ই

সকালে বড্ড একা হয়ে-ই

একাকি ঘুরতে আজ বেরুলাম খোলা মাঠে।

শুভম-প্রিয় আমার।

তুই আর চিঠি দিবি না বলে-ই

আজকাল আমি বড্ড নির্বিঘ্নে ঘুমো–ই

শরীরের যন্ত্রণাটা আজ ভুলি ক্লান্তির অবসাদে।

শুভম-প্রিয় আমার।

তোর আমার দেখা হবে না বলে-ই

বিক্ষিপ্ত ভাবে হয় পাখিদের মিছিল…

দিগ্বিদিক ছোটে আজ ফুলের ঘুমোনোর গান…

শুভম মনে পড়ে তোর আমার ছেলেবেলা?

ডুবসাঁতারের গান? ডাংগুলি লাইরেলাপ্পা?

বউচুরির বউ সেজে গাপ্টি মেরে বসে থাকা?

পৌষ সংক্রান্তিতে আমার হারিয়ে যাওয়া?

আমার বেশ মনে পড়ে তোর স্মৃতির অবয়ব

তুইতো আমার সারা অঙ্গের বিহঙ্গের পালক

তাই না রে শুভম?

শুভম-প্রিয় আমার।

আমার বেশ মনে পড়ে

তোর ফুলের সৌরভ তুইতো আমার……..

থাক না আজ সেই সব

দেখিস আমিও একদিন ভুলে যাবো তোকে।

ভুলে যাবো তাই না রে শুভম!

যেমন ভুলেছিস আমাকে,

আমার আমিকে যেমন ভুলে আছিস!

সবকিছু ভুলে গেছিস—

দেখিস আমিও একদিন ভুলে যাবো তোকে।

About the author

Md. Sohel Ahmed Khan