কবিতা

সোহেল খানের কবিতা পারবেনা ছিঁড়ে যেতে

নরসুন্দা ডটকম   মে ৬, ২০১৮
সোহেল খানের কবিতা

পারবেনা ছিঁড়ে যেতে
সোহেল খান

যতই ভুলে যেতে চাই
ততই বেশি মনে পড়ে তোমায়।
বুঝে গেলাম তোমারও তাই
ভুলতে পারো নি আমায়।
পারবে না মেয়ে, এ বাঁধন ছিঁড়ে যেতে।
তোমার বুকের উথাল পাথাল প্রেম
আছড়ে এসে পড়ে আমারই উপকুলে।
ভালোসার সুউচ্চ ঢেউ এ পরিশুদ্ধ হই
ঢেউ এর তোড়ে ভেসে যেতে চাই
তোমার হৃদয়ের গভীরে।
প্রেমের তরি বাঁধিব শক্ত বাঁধনে
আমার নাটাইয়ে সুতো খুব বেশি নেই
কিন্তু যা আছে তা অনেক শক্ত যে,
ছিঁড়তে পারবেনা কিছুতেই।
নিজেকে যখন জড়ালে এই বাঁধনে
তবে আর দূরে থাকা কেন!
চলে এসো, আজ থেকে দু’জনে
ঘিরে থাকি, কাছে থাকি, পাশে থাকি
সাথে থাকি, জড়িয়ে রাখি আলিঙ্গনে।
শুন্য মরুদ্যান লাঙ্গল চষে করি উর্বর
জল সেচে সেচে তপ্ত মরুর বুকে
করি সবুজের চাষ..

আদাবর, ঢাকা
২৯/০৪/২০১৮ ইং

About the author

নরসুন্দা ডটকম