ফিচার

ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

নরসুন্দা ডটকম   সেপ্টেম্বর ৯, ২০১৮

বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ভিসা ছাড়াই এখন ৩৮টি দেশে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি নাগরিকরা।

এই দেশগুলোর মধ্যে কিছু দেশে প্রবেশ করতে তাদের ভিসাই প্রয়োজন হবে না, আর কিছু দেশে প্রবেশের ক্ষেত্রে তাদের ‘অন অ্যারাইভাল’ ভিসা দেয়া হবে। চলুন জেনে নেয়া যাক দেশগুলোর নাম।

এশিয়া: ভুটান, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা ও পূর্ব তিমুর।

আফ্রিকা: কেপ ভার্দ, কমোরো দ্বীপপুঞ্জ, জিবুতি, গাম্বিয়া, গিনি বিসাউ, কেনিয়া, লেসোথো, মাদাগাস্কার, মরিশিয়া, মোজাম্বিক, সিসিলি, সেন্ট হেলেনা, টোগো ও উগান্ডা

আমেরিকা: বলিভিয়া।

ওশেনিয়া: কুক আইল্যান্ডস, ফিজি, মাইক্রোনেশিয়া, দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় নিউই, সামাউ ও ভানুয়াতু।

ক্যারিবীয় অঞ্চল: বাহামা, বার্বাডোজ, ডোমিনিকা, গ্রেনাডা, হাইতি, জামাইকা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট, ত্রিনিদাদ ও ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ড।

About the author

নরসুন্দা ডটকম