ডেস্ক রিপোর্টঃ
আজ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ঢাকা মৌলিক নাট্য দলের আলোচনা সভা ও মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তি অনুষ্ঠান ‘আমরা তোমাদের ভুলবো না’ অনুষ্ঠিত হয়েছে রমানার শতায়ু অঙ্গনে।
মৌলিক নাট্যদলের সভাপতি সাজু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন সংগঠনের উপদেষ্টা ও উন্নয়ন ধারার নির্বাহী চেয়ারম্যান সোহেল আহদে খান, নাট্যকর্মী জি এম স্পর্শ ও রিয়াজ। আলোচকগন তাদের আলোচনায় মুক্তিযুদ্ধের বিভিন্ন পর্যায় বর্ণনা করেন। তারা বলেন, বিজয়ের মুহূর্তে পাক হানাদার বাহিনী পরিকল্পনায় তাদের এ দেশীয় দোসর রাজাকার আলবদর ও আল শামস বাহিনীর ন্যাক্কারজনক হত্যাকান্ডের শিকার হয়েছিলেন জাতির শ্রেষ্ট সন্তান বুদ্ধিজীবীরা। স্বাধীন এই দেশকে মেধা শুণ্য করাই ছিল তাদের প্রধান উদ্দেশ্য।
মুক্তিযুদ্ধের উপর বিভিন্ন কবিতা আবৃত্তি করেন নাট্যকর্মী পাপড়ী সুলতানা, মাহীমা হাসান মাহী, শিশু শিল্পী মাহীদ হাসান ও মাজদিদ হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন শাওন আহমেদ।