সোশ্যাল মিডিয়া

এই ডিজিটাল দুষ্কর্মের বিরুদ্ধে ক্ষোভ ও একটি দাবি : হাসানুজ্জামান সাকী

নরসুন্দা ডটকম   ডিসেম্বর ১৯, ২০১৮

কবীর বকুল প্রখ্যাত গীতিকার, সাংবাদিক। হাজার হাজার গান লিখেছেন তিনি। একাধিকবার জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন। দিনাত জাহান মুন্নী জনপ্রিয় কন্ঠশিল্পী। এই দম্পতির নাম-যশ-খ্যাতি দেশে-প্রবাসে সর্বত্র। তাদের ছোট দুটি মেয়ে শখ করে গান করে।

ওদের কোন ফেইসবুক নেই । মেয়েদের গানগুলো বাবা কবীর বকুল ও মা দিনাত জাহান মুন্নী ভালবেসে সবার সাথে শেয়ার করেন তাদের ফেইসবুক পেইজে। কয়েকদিন আগে ওদের গাওয়া একটি “বয়াতি” গান “তার ছিড়া গেছে” বকুল ভাই ও মুন্নী ভাবী তাদের ওয়ালে পোস্ট করেন। সেখান থেকে অনেকেই এটি শেয়ার করেন। কমেন্ট করেন।

এটুকু হলে স্বাভাবিক ছিল। কিন্তু সমাজের অসুস্থতা যেন এখানেও পেয়ে বসলো। কোমলমতি দুই কন্যা-শিশুর গানটি নিয়ে আজেবাজে মন্তব্য করেছেন কিছু মানুষ।

সমস্যা হয়েছে মেয়ে দুটির তো ফেইসবুক নেই। তারা এসব ঘটনা জেনেছে তাদের বন্ধুদের কাছ থেকে। জেনে সমানে কাঁদছে তারা। এ নিয়ে ফেইসবুকে একটি পোস্ট দিয়েছেন মা দিনাত জাহান মুন্নী। তিনি লিখেছেন, “আমরা বাবা-মা হিসাবে অপারগ কারণ সমাজের এই অসুস্থতা আমরা কি করে থামাবো?”

না, আমাদের এই অসুস্থতা থামাতে হবে। সমাজের এই অসুস্থ মানুষদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। দুই মেয়েকে বোঝাতে হবে, তোমরা মন খারাপ করো না। ভাল-মন্দ সব জায়গাতেই রয়েছে। মন্দের চেয়ে ভাল মানুষের সংখ্যা বেশি। তাই পৃথিবী এখনও সুন্দর। এই দেখ, তোমাদের গান কত মানুষ পছন্দ করেছে। অ্যাপ্রিশিয়েট করছে। অসুন্দরকে পাশ কাটিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে।

প্রিয় বন্ধু-স্বজন, আসুন আমরা সমাজের এই অসুস্থ মানুষগুলোর বিরুদ্ধে দাঁড়াই। যারা কোমলমতি দুই বোনের মনে কষ্ট দিয়েছে।

দেশে ডিজিটাল নিরাপত্তা আইন হয়েছে। শুধু রাজনৈতিক কারণেই এই আইন প্রয়োগ হবে তা তো নয়। যারা দুটি কোমলমতি বোনকে কষ্ট দিয়েছে, তাদের বিরুদ্ধে আশু ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানাই।

আর আসুন, আমরা ওইসব বিকৃত মানুষদের মুখে আমাদের ঘৃণা ছুঁড়ে দিই।

এখানে বকুল ভাই ও মুন্নী ভাবীর দুই মেয়ের গাওয়া অসাধারণ সুন্দর গানটির লিংক দেওয়া হলো।
https://www.facebook.com/dinat.munni/videos/10215927008520409/

হাসানুজ্জামান সাকী : সাংবাদিক।। ১৯ ডিসেম্বর ২০১৮, নিউইয়র্ক।।

আরো পড়ুন…

কৃষ্ণপুর-রাণীনগরের জমাদারতলা: বিষন্ন শীতঘুমে আমার প্রেমিক- গৌতম অধিকারী

বিজয় দিবসের উপলব্ধি ও প্রার্থনা : তুষার গায়েন

About the author

নরসুন্দা ডটকম