দেশ-বিদেশ

পঞ্চগড় জেলার বোদায় হাঙ্গার ফ্রি ওয়াল্র্ড এর খাদ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Md. Sohel Ahmed Khan   ফেব্রুয়ারি ১৯, ২০১৯

পঞ্চগড় জেলার বোদায় স্থানীয় ধর্মীয় নেতাদের নিয়ে খাদ্য ও পুষ্টি বিষয়ক দিনব্যাপী কর্মশালা করল হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড আজ মঙ্গলবার পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নে নিজস্ব সেমিনার হলে হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড নারীর ক্ষমতায়নের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা প্রকল্পের আওতায় বোদা অফিসের কর্ম এলাকার স্থানীয় ধর্মীয় নেতা এবং গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ‘‘খাদ্য ও পুষ্টি বিষয়ক” দিনব্যাপী কর্মশালার আয়োজন করে। দিনব্যাপী এ অবহিতকরণ কর্মশালায় অংশ নেন মসজিদের ঈমাম, মন্দিরের পুরাহিত, স্কুলের শিক্ষক, বিবাহ রেজিষ্টার, ইউপি সদস্য, পৌর কাউন্সিলরসহ সমাজের নেতৃ স্থানীয় গুণীজনরা। দিনব্যাপী এ কর্মশালার সেশন পরিচালনা করেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড বোদা অফিসের প্রোগ্রাম অফিসার মালেকা বেগম, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার সিজুল ইসলাম এবং কমিউনিটি অর্গানাইজার কল্পনা রানী।

সেশনের আলোচ্য বিষয় ছিল খাদ্য ও পুষ্টি বিষয়ক প্রাথমিক ধারণা, খাদ্যের শ্রেণীবিভাগ, নিরাপদ খাদ্যের ৫ টি চাবিকাঠি। আলোচনার পাশাপাশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের ৫ টি সচেতনতামূলক ভিডিও ডকুমেন্টরী প্রদর্শন করা হয়। এরপর অংশগ্রহণকারী সামাজিক নেতারা ধর্মীয় দৃষ্টিতে খাদ্য ও পুষ্টি বিষয়ক আলোচনার গুরুত্ব নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। আগামী ৩ মাস কর্মশালার বিষয়গুলো নিয়ে মসজিদের জুম্মার খুতবায়, গ্রাম্য পূজায়, গ্রাম্য শালিসে এবং স্কুলের টিফিনের ফাঁকে আলোচনা করে সচেতনতা সৃষ্টির জন্য কর্মপরিকল্পনার সিডিউল ঠিক করেন তারা। পর্যায়ক্রমে ৩ মাস পরপর তিনটি কর্মশালা অনুষ্ঠিত হবে। এছাড়াও বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের প্রামাণিকপাড়া, খলিফাপুর, মীরপাড়া, সমসেরনগর, বালাবাড়ি, কুমারপাড়া, ডাংগাপাড়া, সিপাইর কামাত, খেরবাড়ি, তেলীপাড়া, বলরামহাট এবং সর্দারপাড়ায় পর্যায়ক্রমে মসজিদ, মন্দির, গ্রাম্য শালিস এবং স্কুলে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হবে। কর্মশালা শেষে অংশগ্রহণকারী গণ্যমান্য ব্যক্তিরা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড পরিচালিত কমরেড মোহাম্মদ ফরহাদ মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্র, সুনিকেতন পাঠশালা, জৈব সার উৎপাদনে ব্যবহৃত ভার্মি কম্পোষ্ট কার্যক্রম পরিদর্শন করেন। উক্ত কর্মশালায় ১৯ জন স্থানীয় ধর্মীয় নেতা, শিক্ষক, বিবাহ রেজিষ্টার, ইউপি সদস্য এবং পৌর কাউন্সিলর অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা সকল শ্রেণীর মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। উল্লেখ্য চন্দনবাড়ি ইউনিয়নের ২৮জন লোকাল সার্ভিস প্রোভাইডার ( এলএসসি) হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কর্ম এলাকায় প্রতি মাসে দুটি করে উঠান বৈঠকে মহিলাদের নিয়মিতভাবে খাদ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা করে যাচ্ছেন যেখানে মোট ৪০০ জন প্রান্তিক মহিলারা অংশ নিচ্ছেন।

About the author

Md. Sohel Ahmed Khan